বরবাদ [মেহেদী হাসান হৃদয়]
অভিনয়ে—শাকিব খান, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার।
১. প্রধান কারণ মেগাস্টার শাকিব খান। ঈদে শাকিব খানের ছবি মানেই পয়সা উসুল। আছেন ইধিকা পাল, তিনি এখন বেশ জনপ্রিয়।
যিশু সেনগুপ্তকে প্রথমবার বাংলাদেশি ছবিতে দেখা যাবে। এর আগে যৌথ প্রযোজনায় ‘মনের মাঝে তুমি’ করেছিলেন। তিনি ভারতের বিভিন্ন ভাষায় ছবি করে খ্যাতি পেয়েছেন। এই ছবির সুবাদে বাংলাদেশে আরো জনপ্রিয় হবেন।
২. অনেকে বলেন, মেগাস্টার বা সুপারস্টার থাকলে পরিচালককে নির্মাণে অনেক ছাড় দিতে হয়। আমি তা করিনি। গল্প, নির্মাণ থেকে কারিগরি দিক—সবখানেই সর্বোচ্চ মানদণ্ড রাখার চেষ্টা করেছি। এটা দর্শককে আকৃষ্ট করবেই।
৩. ছবির গান গুরুত্বপূর্ণ। ভিন্ন স্বাদের গান আছে ছবিতে। আমরা প্রীতম হাসানের গান যেমন রেখেছি, তেমনি আসিফ আকবর ভাইকেও।
দাগি [শিহাব শাহীন]
অভিনয়ে—আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল।
১. প্রথম কারণ, এটা আফরান নিশো-শিহাব শাহীন জুটির ছবি।
টেলিভিশন, ওটিটিতে আমরা আগে যতবার এসেছি ততবারই আমাদের সুখময় অভিজ্ঞতা হয়েছে। বড় পর্দায় এবারই প্রথমবার আমরা আসছি। এই ছবির পেছনে আমি, নিশোসহ পুরো টিম বেশ প্রস্তুতি নিয়ে কাজ এগিয়েছি। নিশোও অনেকদিন পর্দার বাইরে ছিল। আশা করি দর্শক নিরাশ হবে না।
২. পুরো পরিবার নিয়ে দেখার মতো ছবি। দেখতে অস্বস্তিবোধ হবে না কারোই। সুন্দর গান, দুর্দান্ত গল্প, চৌকষ নির্মাণের অভিজ্ঞতা নিতে চাইলে ‘দাগি’ দেখতে হবে।
৩. সময়ের আধুনিক ছবি। আধুনিক দর্শকের কাছে এটি স্মার্ট ছবি মনে হবে।
জংলি [এম রাহিম]
অভিনয়ে—সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম।
১. ঈদের ছবি মানে পরিবারের সবাই মিলে আনন্দ করতে করতে সিনেমা হলে যাওয়া। এটা মাথায় রেখেই ‘জংলি’র নির্মাণ। পরিবারের শিশু থেকে প্রবীণ সবাই নিশ্চিন্তে ছবিটি দেখতে পারবেন।
২. সিনেমা গল্প খুবই স্ট্রং। এ ছবিতে যেমন আবেগের দৃশ্য আছে, তেমনি আছে হাস্যরস ও মারপিঠ। সময় যত এগোবে দর্শক গল্পে আরো বেশি একাত্ম হবেন।
৩. সিয়াম আহমেদ। তাঁর ভক্তদের জন্য বিশেষ উপহার এই ছবি। নতুন এক সিয়ামকে দেখতে পাবেন দর্শক। বুবলীও ভীষণ ভালো করেছে। আর ছোট্ট মেয়েটা কেমন করেছে, সেটা দর্শক হল থেকে বেরিয়েই বলবে।
জ্বীন ৩ [কামরুজ্জামান রোমান]
অভিনয়—আব্দুন নূর সজল, নুসরাত ফারিয়া, তানিয়া আহমেদ প্রমুখ।
১. ‘জ্বীন’ ফ্র্যাঞ্জাইজির ছবি। আগের দুই কিস্তির মতো এটিও পছন্দ করবে সবাই। হরর ছবির দর্শক আমাদের দেশে নেহাত কম নয়।
২. হরর ছবিতে বাজেট বড় একটা বিষয়। জাজ মাল্টিমিডিয়া এক্ষেত্রে উদারতা দেখিয়েছে। আমিও চেষ্টা করেছি বাজেটের সর্বোচ্চ ব্যবহার করতে। ‘কন্যা’ গানটি দেখলেও এর প্রমাণ পাবেন।
৩. সজল ও ফারিয়াকে নতুন অবতারে পাবে দর্শক। গল্পে তাদের আসল পরিচিয় জানতে দর্শককে শেষ পর্যন্ত দেখতে হবে।
চক্কর ৩০২ [শরাফ আহমেদ জীবন]
অভিনয়—মোশাররফ করিম, শাশ্বত দত্ত, রিকিতা নন্দিনী শিমু, তারিন।
১. এটি সম্পূর্ণ বিনোদনমূলক ছবি। দর্শক হলে যায় বিনোদন দিতে, সেই বিশ্বাস থেকেই ছবিটি বানিয়েছি।
২. মোশাররফ করিম ভাইয়ের অভিনয় ও জনপ্রিয়তা নিয়ে বলার কিছু নাই। ছোট পর্দায় তাঁকে ছাড়া ঈদ যেন পানসে, প্রথমবারের মতো ঈদে বড় পর্দায় আসছেন তিনি। আমাদের পরিচালক-শিল্পী জুটির কিছু কাজ জনপ্রিয় হয়েছে টিভিতে, দর্শকের আস্থা আছে আমাদের ওপর।
৩. এটি একটি সরকারি অনুদানের ছবি। গল্প, পাণ্ডুলিপি ভালো মানের হলেই জুরি বোর্ড অনুদানের জন্য প্রস্তাবনা করেন। ‘চক্কর ৩০২’তে একটা ভালো গল্প আছে। গানগুলো ভালো লাগবে সবার।

‘জংলি’তে প্রার্থনা ফারদিন দীঘি ও সিয়াম আহমেদ