আগের দিনে দূর আকাশে উড়ত রঙের ঘুড়ি
উড়িয়ে ঘুড়ি ছোট্ট খোকা তাই বাজাত তুড়ি।
মেঘের সঙ্গে পাল্লা দিত জোরসে বাতাস পেয়ে
তাই না দেখে দলের খোকা উঠত নেচে-গেয়ে!
থাকত হাতে সুতার নাটাই শক্ত করে ধরা
লেজ দুলিয়ে রঙের ঘুড়ি করত নড়াচড়া।
মানজা মারা সুতায় ছিল করাতসম ধারও
প্যাঁচকি লেগে রঙের ঘুড়ি হারিয়ে যেত কারো।
এখন মাঠে খোকার হাতে আর দেখি না নাটাই
এই ডিজিটাল বাংলাদেশে সব হয়েছে ছাঁটাই।