ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং ২১ জন আহত হয়েছে। দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্হি লিসাক এ তথ্য নিশ্চিত করেছেন।
সের্হি লিসাক বলেন, গত শুক্রবার গভীর রাতে রাশিয়ার ড্রোন হামলায় একটি রেস্তোরাঁ প্রাঙ্গণ এবং বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। দিনিপ্রোতে শত্রুরা ২০টিরও বেশি ড্রোন ছুড়েছে।
এর বেশির ভাগই ভূপাতিত করা হয়েছে।
বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। শহরের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ। এ ছাড়া রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সাইরেন শোনা গেছে।
তবে হতাহতের বিষয়টি স্পষ্ট নয়। ক্রিভি রিহ মহরের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দার ভিলকুল বলেন, শনিবার সকালে শহরের কেন্দ্রে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন আহত হয়েছে। বহুতল ভবন, বাড়িঘর, একটি স্কুল ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পশ্চিমাঞ্চলীয় বেলগোরদে তিনটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলার অভিযোগ তুলেছেন, যা চলতি মাসে হওয়া শান্তিচুক্তির লঙ্ঘন। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলার অভিযোগ তুলেছে মস্কো। সূত্র : বিবিসি