<p style="text-align:justify">বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ, ঢাকা বার ইউনিটের ৫৩ সদস্যবিশিষ্ট ‘আহবায়ক কমিটি’ আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল ও সদস্যসচিব অ্যাডভোকেট এস এম নুরে এরশাদ সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটি নিশ্চিত করা হয়।</p> <p style="text-align:justify">কমিটির সদস্যরা হলেন-</p> <p style="text-align:justify">আহবায়ক : অ্যাডভোকেট মো. মুমিনুল ইসলাম (মমিন), সিনিয়র যুগ্ম আহবায়ক : অ্যাডভোকেট মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক : অ্যাডভোকেট মো. সাইদুর রহমান, অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ, অ্যাডভোকেট গৌরাঙ্গ লাল মণ্ডল, অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট মো. মাইনুল হোসেন, অ্যাডভোকেট নার্গিস পারভীন, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম। </p> <p style="text-align:justify">সদস্যসচিব : অ্যাডভোকেট হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব : অ্যাডভোকেট আহমেদ ইয়ামিন সিরাজী, যুগ্ম সদস্যসচিব : অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মাকসুদুর রহমান, অ্যাডভোকেট মো. সানোয়ার হোসেন, অ্যাডভোকেট মো. হানিফ সর্দার, অ্যাডভোকেট সুবোধ চন্দ্র হাওলাদার, অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট হাসিনা বানু, অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, অ্যাডভোকেট আব্দুর রউফ, অ্যাডভোকেট ইমরুল হাসান অয়ন, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান, অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, অ্যাডভোকেট আলী সাদ্দাম ইমন, অ্যাডভোকেট আল জাবের তালুকদার সানী, অ্যাডভোকেট মো. আবুল হাসনাত, অ্যাডভোকেট মো. তানজিল ইসলাম, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।</p> <p style="text-align:justify">সদস্য : অ্যাডভোকেট মো. মহিবুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট হাবিবুল বাশার, অ্যাডভোকেট মো. হাসান প্রিন্স, অ্যাডভোকেট শিবলী মাহমুদ মামুন, অ্যাডভোকেট রাজিব খাঁন মজলিস, অ্যাডভোকেট আ. খ. ম. হুমায়ুন কবীর, অ্যাডভোকেট সাইমন রায়, অ্যাডভোকেট কমল দেবনাথ, অ্যাডভোকেট কাজী মোহাম্মদ সোহেল, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট মো. রাসেল, অ্যাডভোকেট শফিক দেওয়ান, অ্যাডভোকেট বেলাল হোসেন, অ্যাডভোকেট মো. মাসুক মিয়া, অ্যাডভোকেট ফোরকান সিকদার, অ্যাডভোকেট কে এম নাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল ওয়ারেস আকন্দ, অ্যাডভোকেট আব্দুল হাদী, অ্যাডভোকেট মিল্টন আলী, অ্যাডভোকেট রোকেয়া সুলতানা, অ্যাডভোকেট আছিয়া আক্তার, অ্যাডভোকেট উম্মে কুলসুম সিংকি।</p>