<p>শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ‘গুণী শিক্ষক’ মনোনীত হয়েছেন অধ্যক্ষ ড. মো. সাইফুল ইসলাম রফিক। তিনি মাদরাসা তথা আলিম, ফাজিল ও কামিল ক্যাটাগরিতে গুণী শিক্ষক মনোনীত হয়েছেন।</p> <p>শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ (অর্থ) সম্মানী তুলে দেওয়া হয়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।</p> <p>অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রমুখ। </p> <p>অধ্যক্ষ ড. মো. সাইফুল ইসলাম রফিক ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আরো ১০ জন গুণী শিক্ষক স্বীকৃতি ও সম্মাননা পেয়েছেন। </p> <p>ড. মো. সাইফুল ইসলাম রফিক ঢাকা মিরপুরের মুহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৪ সালের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) মনোনীত হন। এ ছাড়া তিনি ঢাকা মহানগরী পর্যায়ে পাঁচবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। ড. রফিক সাভারের জাবাল-ই নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও পালন করছেন।</p>