<p>জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।</p> <p>বৈঠকে যুবদলের পক্ষে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। আর বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সংসদের সভাপতি মনজুর মোরশেদ মামুন।</p> <p>এ সময় তার সঙ্গে উপস্থিত ছিল যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় ১১ সদস্যের প্রতিনিধিদল। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক দফা দাবিতে বর্তমান স্বৈরাচার সরকারের পদত্যাগে বাধ্য করতে চলমান আন্দোলনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজপথে থাকবে বলে নিশ্চিত করেন সংগঠনের সভাপতি।</p> <p>সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে সকল রাজনৈতিক যুব সংগঠনগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের প্রক্রিয়া হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।</p>