৭১ ও ২৪ এক নয়, তবে অদ্ভুত মিল আছে : মঞ্জু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৭১ ও ২৪ এক নয়, তবে অদ্ভুত মিল আছে : মঞ্জু
সংগৃহীত ছবি

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ-অভ্যুত্থান এক না হলেও দুটোর মধ্যে অদ্ভুত মিল রয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (২৬ মার্চ) সকালে নেতাকর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ২৪-এর আকাঙ্ক্ষা ছিল সাম্যের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। ঠিক যে কারণে ৭১-এ আমাদের যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হয়েছে।

দিনি বলেন, ‘৭১-এর যুদ্ধ ছিল স্বাধীনতা ও মুক্তির লড়াই। আর ২৪-এর গণ-অভ্যুত্থান ছিল সেই মুক্তির অন্তরায়গুলো দূরীকরণের সংগ্রাম। সেই জন্য এই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশ ২.০ বলা হচ্ছে। ২৪-এর গণ-অভ্যুত্থান ও ৭১-এর মুক্তিযুদ্ধ এক নয়, তবে উভয়ের মধ্যে অপরূপ মিল রয়েছে।

দুই ক্ষেত্রেই হানাদারেরা নৃশংস গণহত্যা চালিয়েছে এবং তার পরই মানুষ রাজপথে নেমে এসেছে।

তিনি আরো বলেন, ৭১-এ হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল কিন্তু ২৪-এর হানাদারেরা আত্মসমর্পণ না করে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সে স্বপ্ন পূরণ না হওয়াতেই ২৪-এর গণ-অভ্যুত্থান অপরিহার্য হয়ে পড়ে। যে প্রত্যাশা তরুণরা সৃষ্টি করেছে সেটি নিভে যাওয়ার মতো নয়।

সংস্কারবিহীন নির্বাচন অর্থবহ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্বাস ইসলাম খান নোমান, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, সহ-কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শরন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান ব্যাপারী, সহ-অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, পল্টন থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সী, যুব পার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ রাসেল, যুবনেতা ইমরান হোসেন শিবলু, যুবনেত্রী ইশরাত জাহান লীজাসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতা।

মন্তব্য

সম্পর্কিত খবর

শহীদ ইকরামুলের পরিবারের পাশে শিবির

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
শহীদ ইকরামুলের পরিবারের পাশে শিবির
সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে শাখা ছাত্রশিবির। 

শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়িতে কবর জিয়ারত ও সাক্ষাতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম ও অর্থ সম্পাদক মাইন উদ্দিন।  

আরো পড়ুন
ময়মনসিংহের তরুণীকে সাতক্ষীরায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের তরুণীকে সাতক্ষীরায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

 

জিয়ারত শেষে জবি শাখা শিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম বলেন, আমরা আমাদের দায়বদ্ধতা ও কর্তব্যবোধের জায়গা থেকে শহীদ সাজিদ ভাইয়ের কবর জিয়ারত করেছি। শহীদ সাজিদ ভাইসহ জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জীবনের বিনিময়ে যেহেতু আমরা স্বৈরাচারমুক্ত দেশের সুফল ভোগ করছি, তাই আমাদের কর্তব্য তাদের পরিবারের খোঁজ রাখা এবং তাদের জন্য দোয়া করা।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ধনবাড়ি থানা ছাত্রশিবিরের সভাপতি মো. তাফসির হাসানসহ স্থানীয় শিবির নেতৃবৃন্দ। 

প্রাসঙ্গিক
মন্তব্য

ছাত্রদের প্রতি জনগণের বিশ্বাসে চিড় ধরেছে : নুরুল হক নুর

গলাচিপা প্রতিনিধি
গলাচিপা প্রতিনিধি
শেয়ার
ছাত্রদের প্রতি জনগণের বিশ্বাসে চিড় ধরেছে : নুরুল হক নুর
ছবি : কালের কণ্ঠ

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি জনগণের যে বিশ্বাস তৈরি হয়েছিল, সেটিতে চিড় ধরেছে। কারণ এখন অনেক ছাত্রের মধ্যে সুবিধাবাদী প্রবণতা দেখা যাচ্ছে। সমন্বয়ক পরিচয়ে তারা ডিসি অফিস, ইউএনও অফিস, থানাসহ বিভিন্ন স্থানে অনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।’

শনিবার (২৮ মার্চ) বিকেলে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলপূর্ববর্তী আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘রাজনৈতিক দল ও ছাত্র-জনতার সমন্বিত আন্দোলনে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, কিন্তু জনগণের মুক্তি আসেনি। জনগণ যার যার কাজে ফিরে গেছে। রাজনৈতিক দলগুলো যদি জনগণের ত্যাগের কথা ভুলে যায়, তবে জনগণ প্রতারিত হবে এবং সেই রাজনৈতিক নেতারাও এর ভুক্তভোগী হবেন।’

আরো পড়ুন
চাঁদ দেখা যায়নি ইন্দোনেশিয়ায়

চাঁদ দেখা যায়নি ইন্দোনেশিয়ায়

 

তিনি আরো বলেন, ‘গত ১৭ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে।

এতে অনেকে জেল খেটেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, এলাকা ছেড়েছেন, এমনকি দেশও ছেড়েছেন। কিন্তু তার পরও জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসেনি।’

নুরুল হক নুর মনে করেন, ‘গণ-আন্দোলনে জনগণের সক্রিয় অংশগ্রহণ না থাকলে ফ্যাসিবাদের পতন সম্ভব ছিল না। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও রাজনৈতিক দলের প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে।

’ 

তিনি সতর্ক করে বলেন, ‘এই অভ্যুত্থানের পর জনগণ হয়তো স্বাভাবিক জীবনে ফিরে গেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের ত্যাগের মূল্য দেওয়া এবং তাদের জন্য কাজ করা।’

তিনি রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা স্বীকার করে বলেন, ‘দীর্ঘ ১৬ বছর রাজনৈতিক দলগুলো জনগণকে একত্রিত করতে ব্যর্থ হয়েছে, কিন্তু জুলাই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি জনগণের বিশ্বাস তৈরি হয়েছিল। তবে এখন দেখা যাচ্ছে, সেই ছাত্রদের মধ্যে কিছু ব্যক্তি সুবিধাবাদী হয়ে উঠেছেন। তারা বিভিন্ন প্রশাসনিক অফিসে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, যা জনগণের আস্থা নষ্ট করছে।’

গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন
সংগৃহীত ছবি

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোম বা মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে যাচ্ছে। অর্ধযুগের বেশি সময় পর লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে এবার ঈদ উদ্‌যাপন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছেলে তারেক রহমান, পুত্রবধূ, আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে লন্ডনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির অধিকাংশ সিনিয়র নেতা এবার ঢাকাতেই ঈদ করবেন। তবে অনেকেই ঈদের পরদিন নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।

প্রতিবারের ন্যায় এবারও ঈদুল ফিতরের নামাজের পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে দলটির নেতারা শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ ঢাকায় আদায় করবেন। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ঢাকায় ঈদের নামাজ পড়বেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানও ঈদ করবেন ঢাকায়। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান লন্ডনে ঈদ করবেন।

গত বছর বিদেশে ঈদ করলেও এবার স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় ঈদ উদযাপন করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, দলের অধিকাংশ নেতা এবার ঢাকায় ঈদ করবেন। ঈদের পরদিন মহাসচিব নিজ এলাকা ঠাকুরগাঁও যাবেন।

মন্তব্য

দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান : দুলু

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান : দুলু

নির্বাচন না দিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনা সাড়ে ১৫ বছর রাজত্ব করেছেন বলে মন্তব্য করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান। নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন।’

শনিবার (২৯ মার্চ) দুপুরে নাটোরের আলাইপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফ্যাসিবাদের শাসনামলে আহত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 


দুলু বলেন, ‘আমরা চেয়েছি, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন। কিন্তু এ সরকারের বিরুদ্ধে নতুন কোনো রাজনৈতিক দল করার জন্য আমরা রাস্তায় নামিনি। এ দেশের ছাত্রসমাজ আমাদের অহংকার। তোমরা ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছ।

স্বাধীনতাযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছ। শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশ গড়েছ।’

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ