গণ অধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর বলেন, ‘দেশের মানুষ আর এই রাজনীতি চায় না। মানুষ দেশের উন্নয়ন চায়। দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন।’
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
নুরুল হক বলেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। জুলাইয়ের এই গণ-অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাই গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বা একক কোনো প্রতিষ্ঠানের জন্য হয়নি। এই অভ্যুত্থান হয়েছে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।
এই অভ্যুত্থানকে বিফল হতে দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘দেশ ৫৩ বছরের রাজনীতিতে বহু সরকার দেখেছে, বহু প্রধানমন্ত্রী দেখেছে দেশের জনগণ। নির্বাচনের আগে বহু আশা-আকাঙ্ক্ষা দেখালেও ক্ষমতায় গিয়ে সব ভুলে যায়। যে কারণে সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি না করার অনুরোধ।
’
সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘দেশের মানুষের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার যেমন প্রয়োজন, আবার সেটিকে দীর্ঘমেয়াদী ও সুশৃংখল করার জন্য সংস্কারও প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর জন্য আত্মশুদ্ধি ও আত্মসংযমের সময় এখন। সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার সময় এখন। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করা প্রয়োজন।’
উপজেলা গণধিকার পরিষদের সভাপতি আলামিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান বিশ্বাস, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক সবুজ হোসেন ও দপ্তর সম্পাদক মো. তোহা।
এ সময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান ও গণ অধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, মানিকগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি হাসান আলী, সিংগাইর যুব অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, সিংগাইর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মুরাদসহ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।