<p>সাময়িক বন্ধের পর আগামী ১৪ সেপ্টেম্বর থেকে আবারও ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে পুনরায় সরাসরি ফ্লাইট শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এদিন রাত ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট বিজি৩৬৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে ছেড়ে যাবে।</p> <p>গত বছর আগস্টে এই গন্তব্যে ফ্লাইট শুরু করে বিমান। কিন্তু চীনের বিমানবন্দর থেকে স্লট বাতিল (ফ্লাইট অবতরণের অনুমতি) হওয়ায় গত মার্চ থেকে এই গন্তব্যে আর ফ্লাইট চালাতে পারছে না বিমান। চলতি বছরের মার্চে এই গন্তব্যে সর্বশেষ ফ্লাইট চালিয়েছে বিমান। তবে এই গন্তব্যে নিয়মিত ফ্লাইট চালাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইনস।</p> <p>সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য অনেক বেড়েছে। তাই ঢাকা-গুয়াংজু গন্তব্যটি লাভজনক। ঢাকা থেকে গুয়াংজুতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইনস ও চীনের চায়না সাউদার্ন এয়ারলাইনস। এ ছাড়া ঢাকা থেকে কুনমিং হয়ে চায়না ইস্টার্ন, কলম্বো হয়ে শ্রীলঙ্কান এয়ারলাইনস, সিঙ্গাপুর হয়ে সিঙ্গাপুর এয়ারলাইনস, মালয়েশিয়া হয়ে মালয়েশিয়ান এয়ারলাইনস গুয়াংজুতে যাত্রী পরিবহন করে।</p> <p>জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার কালের কণ্ঠকে বলেন, ‘গুয়াংজুতে স্লট বাতিল হওয়ায় সাময়িকভাবে ফ্লাইট স্থগিত ছিল। স্লট ফিরে পাওয়ায় আবার ফ্লাইট চালু হচ্ছে।’</p> <p>তিনি জানান, গুয়াংজু ফ্লাইট চালু উপলক্ষ্যে বিশেষ ছাড়ে এ রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে বিমান। যাত্রীরা বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার, বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট কিনতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।</p> <p>বিমান সূত্র জানায়, ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৩০ হাজার ৬৭০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৫০ হাজার ৫৩৯ টাকা থেকে। অন্যদিকে গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া শুরু হবে জনপ্রতি ২৪ হাজার ১৫৭ টাকা থেকে এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৪৮ হাজার ৯১১ টাকা থেকে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ছাড় চালু থাকবে। </p>