ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি : পিএমআই সূচক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি : পিএমআই সূচক

দেশের অর্থনীতিতে জুলাই-আগস্টের  ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসেও সংকোচনের ধারা অব্যাহত ছিল। যদিও আগস্ট মাসের তুলনায় সংকোচনের গতি কমেছে। আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) মান ৬.২ পয়েন্ট বেড়েছে। অর্থাৎ আগস্ট মাসের তুলনায় অর্থনীতি ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে।

আরো পড়ুন
মুক্তাগাছার সরকার ছিলেন আওয়ামী লীগের বিল্লাল

মুক্তাগাছার সরকার ছিলেন আওয়ামী লীগের বিল্লাল

 

সেপ্টেম্বর মাসে পিএমআই সূচক ছিল ৪৯.৭, আগস্ট মাসে যা ছিল ৪৩.৫। পিএমআই সূচকের মান ৫০-এর নিচে থাকার অর্থ হলো, অর্থনীতি সংকুচিত হয়েছে। মোট ১০০ নম্বরের মধ্যে এই সূচক প্রণয়ন করা হয়। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ প্রতি মাসে যৌথভাবে এই সূচক প্রণয়ন করছে।

সেপ্টেম্বর মাসের সূচক থেকে বোঝা যাচ্ছে, আগস্ট মাসের তুলনায় অর্থনীতি ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, যদিও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জ আছে। সামগ্রিকভাবে অর্থনীতি টানা তিন মাস ধরে সংকুচিত হচ্ছে। অর্থাৎ জুলাই মাস থেকে দেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও তার জের চলছে।

আরো পড়ুন
ডিসি নিয়োগে কেলেঙ্কারি : তদন্ত শুরু করতে পারেননি ৩ উপদেষ্টা

ডিসি নিয়োগে কেলেঙ্কারি : তদন্ত শুরু করতে পারেননি ৩ উপদেষ্টা

 

অর্থনীতির মূল চারটি খাতের ভিত্তিতে এই পিএমআই সূচক প্রণয়ন করা হচ্ছে। সেগুলো হলো—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা। দেখা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে কেবল উৎপাদন খাত সম্প্রসারণের ধারায় ফিরেছে। বাকি তিনটি খাত এখনো সংকোচনের ধারায় আছে। আশার কথা হলো, সব খাতেই ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে।

কৃষি খাতের পিএমআইয়ের মান ছিল ৪৭; আগস্ট মাসে যা ছিল ৩৮.৭। উৎপাদন খাতের ৫২.৬; আগস্ট মাসে যা ছিল ৪৭.৭। নির্মাণ খাতের ৪৬; আগস্টে যা ছিল ৪০ আর সেবা খাতের ৪৯.৪; আগস্টে যা ছিল ৪৩.২। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিতিশীলতার জেরে জুলাই মাসে দেশের অর্থনীতির প্রধান চারটি খাত সংকুচিত হয়। পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিমএআই সূচকের মান ৩৬.৯-এ নেমে আসে। জুন মাসে যা ছিল ৬৩.৯। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশে পিএমআই সূচকের মান কমে যায় ২৭ পয়েন্ট।

আরো পড়ুন
চিত্রনায়ক শাকিবের মামলা খারিজ, যাবেন উচ্চ আদালতে

চিত্রনায়ক শাকিবের মামলা খারিজ, যাবেন উচ্চ আদালতে

 

এরপর পরিস্থিতির উন্নতি হলেও অর্থনীতি এখনো সম্প্রসারণের ধারায় ফিরতে পারেনি। জুলাই মাসের পর সূচক বেড়েছে প্রায় ১৩ পয়েন্ট। তবে পিএমআই সূচকের প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের ব্যবসা সূচক ইতিবাচক। কৃষি, উৎপাদন, নির্মাণ, সেবাসহ সব প্রধান খাতের দ্রুত হারে সমপ্রসারণ হবে বলে ধারণা করা হচ্ছে। শিল্পাঞ্চলে এখনো অস্থিরতা আছে, সে কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। তার মধ্যেও সেপ্টেম্বর মাসে উৎপাদন খাত সমপ্রসারণের ধারায় ফিরেছে। এই বাস্তবতায় ভবিষ্যতের বিষয়ে শিল্পোদ্যোক্তারা আশাবাদী।

আরো পড়ুন
আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যিনি

আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যিনি

 

গত মে মাসে প্রথম পিএমআই সূচক প্রকাশ করা হয়, যদিও ২০২৩ সালের ডিসেম্বর থেকে সূচকের মান নির্ণয় করা হচ্ছে। এই সময়ের মধ্যে জুলাই মাসেই প্রথম সূচক ৫০-এর নিচে নেমে আসে। মার্চ মাসে দেশে পিএমআই সূচকের মান ছিল ৬৪.৩ শতাংশ; এপ্রিল মাসে ৬২.২ শতাংশ; মে মাসে ৭০.১ শতাংশ।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রতিদ্বন্দ্বী ভার্সাচিকে ১.৩৭ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে প্রাদা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রতিদ্বন্দ্বী ভার্সাচিকে ১.৩৭ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে প্রাদা
সংগৃহীত ছবি

বিখ্যাত ইতালিয়ান বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘প্রাদা’ এবার তাদের প্রতিদ্বন্দ্বী ‘ভার্সাচি’কে কিনতে সম্মত হয়েছে। এ জন্য প্রায় ১.৩৭৫ বিলিয়ন মার্কিন ডলার গুনতে হচ্ছে প্রাদাকে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৭১০ কোটি টাকা। 

এই চুক্তিকে ধরা হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিলাসপণ্য অধিগ্রহণ হিসেবে।

বৃহস্পতিবার প্রাদা জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক লাক্সারি প্রতিষ্ঠান ক্যাপরি হোল্ডিংসের কাছ থেকে ভার্সাচিকে তারা অধিগ্রহণ করছে। যার মাধ্যমে এক ছাদের নিচে আসছে ইতালির দুটি প্রভাবশালী ফ্যাশন ব্র্যান্ড।

আরো পড়ুন
দুর্নীতিমুক্ত পরিবেশসহ বিদেশি বিনিয়োগকারীদের একগুচ্ছ প্রস্তাব জামায়াতের

দুর্নীতিমুক্ত পরিবেশসহ বিদেশি বিনিয়োগকারীদের একগুচ্ছ প্রস্তাব জামায়াতের

 

এর আগে ২০১৮ সালে ক্যাপরি হোল্ডিংস প্রায় ২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে ভার্সাচিকে কিনেছিল। পাঁচ বছর পর তারা যে দামে বিক্রি করছে, তা আগের দামের তুলনায় অনেকটাই কম।

প্রাদা গ্রুপের চেয়ারম্যান প্যাট্রিজিও বেরতেল্লি বলেন, ‘আমরা ভার্সাচির সাহসী ও সময়কে ছাপিয়ে যাওয়া কাজগুলোকে সম্মান জানিয়ে সেটিকে নতুনভাবে তুলে ধরতে চাই। একই সঙ্গে আমরা ব্র্যান্ডটিকে একটি শক্ত ভিত্তি দিতে চাই। যা দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও সম্পর্কের ওপর দাঁড়িয়ে।’

গত কিছু সময় ধরে ‘কোয়ায়েট লাক্সারি’ ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছিল ভার্সাচি।

আর সেই সুযোগে বাজারে বেশ ভালো অবস্থান তৈরি করে নেয় প্রাদা। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে ফ্রান্সের আধিপত্যে থাকা বিলাসপণ্য বাজারে নতুন করে মাথা তুলে দাঁড়াতে পারবে ইতালি।

এখন দেখার বিষয়, প্রাদা-ভার্সাচির এই জোট কিভাবে বদলে দেয় ইউরোপের ফ্যাশন দুনিয়ার মানচিত্র।

তথ্যসূত্র : রয়টার্স

প্রাসঙ্গিক
মন্তব্য

৯ রাষ্ট্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৯ রাষ্ট্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে পদোন্নতি

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৯ কর্মকর্তাকে মহাব্যবস্থাপক পদ থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিম্নবর্ণিত মহাব্যবস্থাপকদের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী টাকা ৬৬,০০০-৭৬,৪৯০/-) পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।

এদের মধ্যে সোনালী ব্যাংকের জিএম রেজাউল করিম, মো. নূরুন নবী ও মোহাম্মদ শাহজাহানকে একই ব্যাংকের ডিএমডি এবং সোনালী ব্যাংকের জিএম মো. রফিকুল ইসলামকে বেসিক ব্যাংকের ডিএমডি করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের জিএম রূবানা পারভীনকে একই ব্যাংকের ডিএমডি এবং অগ্রণী ব্যাংকের জিএম জিএম নুরুল হুদাকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ডিএমডি হিসেবে পদায়ন করা হয়েছে। সোনালী ব্যাংকের জিএম মো. নজরুল ইসলামকে জনতা ব্যাংকের ডিএমডি, বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম মোহা. খালেদুজ্জামানকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। জনতা ব্যাংকের জিএম মো. আশরাফুল আলমকে একই ব্যাংকে ডিএমডি হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২’ ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারীকৃত নীতিমালা/প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য

আসন্ন বাজেটে যৌক্তিকভাবে কর বৃদ্ধি করা হবে : এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আসন্ন বাজেটে যৌক্তিকভাবে কর বৃদ্ধি করা হবে : এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, ‘দেশের উন্নয়নের জন্য রাজস্ব আহরণের চাপ বাড়ছে। আমাদের যৌক্তিকভাবে কর বাড়াতে হবে। বাজেট লাফিয়ে লাফিয়ে বাড়ে, এবার তেমনটি হবে না। সিগনিফিকেন্ট বাজেট হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রামে প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের এক সভায় তিনি এ কথা বলেন। দুপুরে চিটাগং চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা।

প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারের নানামুখী পদক্ষেপ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলে স্থিতিশীল হচ্ছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকার কারণে নাগালে এসেছে দ্রব্যমূল্য পরিস্থিতিও।

কিন্তু বিভিন্ন সেবা সংস্থায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি কমেনি।’

ব্যবসায়ীরা আসন্ন বাজেটে আমদানি-রপ্তানি পণ্যের ক্ষেত্রে শুল্ক হ্রাস এবং ভ্যাট ট্যাক্স কমিয়ে ব্যবসায়ী ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে এনবিআরের সহযোগিতা কামনা করেন।

এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, ‘বাজেট যে লাফিয়ে লাফিয়ে বাড়ে এবং গতানুগতিক যে বাজেট হয়, এবার তা হবে না।’ ব্যবসায়ীদের ভ্যাট, ট্যাক্স প্রদানের ক্ষেত্রে হয়রানি দূর করে ভ্যাটের রিটার্ন ফ্রিকোয়েন্সি কমিয়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

ভারত বাংলাদেশের রপ্তানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার দেখার বিষয় নয়। এই নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। দীর্ঘদিনের একটা সমস্যা। আমাদের প্রতিবেশী রাষ্ট্র নিশ্চয়ই এই বিষয় বিবেচনা করবে।’

যারা ব্যবসা-বাণিজ্য করছেন, দেশের জন্য কর্মসংস্থান করছেন—তাদের রিয়েল হিরো বলেও অভিহিত করেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, ‘সরকার ১৫ লাখ মানুষকে চাকরি দিয়েছে। বাকি চাকরি বেসরকারি খাতে।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন অনিয়ম হওয়ায় জটিল হয়েছে। দফায় দফায় জীবন দিতে হয়, এমন জাতি কম আছে। জুলাই অভ্যুত্থান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। আমাদের দেশকে সুশৃঙ্খল করতে হবে। বড় বড় ভুল শুধরে নিতে হবে।’

তিনি বলেন, ‘সহজীকরণের নামে আরো কঠিন করে ফেলছি। অটোমেশনে অনেকে আসতে চাইছে না। এবার অনলাইনে আয়করে ব্যাপক সাড়া পেয়েছি। ১৫ লাখ ৩০ হাজার অনলাইন রিটার্ন পেয়েছি। বন্ডে ব্যাপক সমস্যা আছে। আমরা পুরোপুরি অটোমেশন করতে চাই। কাউকে সরকারি অফিসে যেতে হবে না।’

তিনি আরো বলেন, ‘ভ্যাটের রিটার্ন ফ্রিকোয়েন্সি কমিয়ে দেব। অনলাইনে দিলে সিল আনার পদ্ধতি বাতিল করেছি। ভ্যাট ও আয়করে অডিট সিলেকশনে ব্যক্তি জড়িত থাকবে না। কেউ প্রতারণা করতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘কর প্রদান অনেক সহজ। কর দিতে কোনো ব্যাংকে যেতে হয় না। সরকারি কোষাগারে টাকা জমা সরাসরি হওয়া উচিত। ১৯৯১ সালে ভ্যাট চালু হয় তখন যে মূল শক্তি ছিল তা কেটে দেওয়া হয়েছিল।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দেশের উন্নয়নের জন্য রাজস্ব আহরণের চাপ বাড়ছে। জনগণের দাবি সঠিক জায়গায় ব্যয় করা। প্রান্তিক জনগণের কাছে সরকারের সেবা পৌঁছাতে পেরেছি। দেশটা পরিবারের মতো। আমাদের যৌক্তিকভাবে কর বাড়াতে হবে। বাজেট লাফিয়ে লাফিয়ে বাড়ে, এবার তেমনটি হবে না। সিগনিফিকেন্ট বাজেট হবে।’

তিনি বলেন, ‘রিফান্ড দেওয়া-নেওয়ার মধ্যে হয়রানি আছে। আমরা এটা অটোমেশন করতে চাই।’

চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা সভাপতির বক্তব্যে বলেন, চেম্বারের সুষ্ঠু সুন্দর নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করছি। চেম্বারের পক্ষ থেকে এনবিআরকে আয়কর বিষয়ে ১৯টি, ভ্যাটের ওপর ৪০টি ও শুল্ক সংক্রান্ত ৫৫টি প্রস্তাব দেন তিনি।

সভায় মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সরওয়ার জামাল নিজাম, চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এরশাদ উল্লাহ, রাঙামাটি চেম্বারের নেতা মামুনুর রশিদ ও কক্সবাজার চেম্বার সভাপতি বক্তব্য দেন।

মন্তব্য

ট্রাম্পের শুল্কারোপের পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না আসিয়ান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ট্রাম্পের শুল্কারোপের পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না আসিয়ান
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্কারোপ করেছেন তার প্রতিক্রিয়ায় কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না আসিয়ানভুক্ত দেশগুলো।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) মালয়েশিয়ায় আসিয়ানভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী পর্যায়ের এক বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আসিয়ানভুক্ত অর্থমন্ত্রীদের বিশেষ এ সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রী জাফরুল আজিজ।  

যৌথ বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্কের ফলে আসিয়ান দেশগুলো অপ্রত্যাশিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমতাবস্থায় ক্ষতি কাটিয়ে উঠতে দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। 

এতে বলা হয়, বাণিজ্য-সম্পর্কিত উদ্বেগ মোকাবেলায় আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সংলাপে অংশগ্রহণের জন্য মতামত ব্যক্ত করেছি। একটি সুষম এবং টেকসই সম্পর্ক নিশ্চিত করার জন্য উন্মুক্ত যোগাযোগ এবং সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। মূলত আসিয়ান মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা আরোপ না করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় সংলাপের প্রাথমিক প্ল্যাটফরম হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতি আস্থা রেখেছে আসিয়ান। ক্রমবর্ধমান বাণিজ্য সংকট রোধ মোকাবেলা এবং সহযোগিতামূলক ও আইনি সমাধানে বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্ব তুলে ধরা হয়েছে সভায়।

আরো পড়ুন
পাল্টাপাল্টি উসকানি চলতে থাকলে ভোট সম্ভব নয় ৩ বছরেও

পাল্টাপাল্টি উসকানি চলতে থাকলে ভোট সম্ভব নয় ৩ বছরেও

 

এতে আসিয়ান দেশগুলো জানায়, তারা ‘আসিয়ান বাণিজ্য চুক্তি’ এবং ‘আসিয়ান ডিজিটাল ইকোনমি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ নবায়নের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য আরো বৃদ্ধি করার ওপর মনোনিবেশ করবে।

বিবৃতিতে বলা হয়, আমরা আসিয়ানের বাইরের অংশীদারদের সঙ্গেও অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও সম্প্রসারিত করব এবং নতুন অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার উপায় খুঁজব।

বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী গাং কিম ইয়ং বলেন, চলমান বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে তীব্র ভাঙনের ইঙ্গিত দিচ্ছে, আগামীর জন্য অনিশ্চয়তা তৈরি করছে। যা সিঙ্গাপুরসহ এই অঞ্চলের অন্য দেশগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ থেকে সিঙ্গাপুর এই চ্যালেঞ্জিং সময় পাড়ি দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

সভার পর পৃথক আরেকটি বিবৃতি দিয়েছে মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এতে জানানো হয়, মার্কিন-চীন ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনায় আশিয়ান উদ্বিগ্ন।

এতে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে বিশ্বব্যাপী দীর্ঘ মেয়াদে প্রকৃত মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ৭ শতাংশ হ্রাস হতে পারে।

বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতের কথা চিন্তা করে ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আঞ্চলিক নীতিমালা প্রণয়নে আলোচনা করার জন্য একটি ভূ-অর্থনীতি টাস্কফোর্স প্রতিষ্ঠায় সম্মত হয়েছে আসিয়ান। 

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার সোসিও-ইকোনমিক রিসার্স সেন্টারের নির্বাহী পরিচালক মি. লি হেং গুই। তিনি বলেন, আপাতত শুল্ক স্থগিত করা হলেও ব্যাবসায়িক ঝুঁকি রয়ে গেছে। এই ধরনের অনিশ্চয়তার উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সঠিকভাবে তাদের ব্যবসার পরিকল্পনা কিভাবে প্রণয়ন করবেন? 

তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় রপ্তানিমুখী বাণিজ্যে অনিশ্চয়তা দেশীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে, যার ফলে মন্দার আশঙ্কা রয়েছে। ট্রাম্পের শুল্ক স্থগিতাদেশেও আমি সন্দিহান।

এর আগে গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। যার ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার পণ্যের ওপর ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। পরে ৯ এপ্রিল থেকে এ শুল্ক কার্যকর হয়। কিন্তু কয়েক ঘণ্টা পরে তা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। শুধু চীনের পণ্যে ১২৫ শতাংশ হারে শুল্ক কার্যকর থাকে। এর পরিপ্রেক্ষিতে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা পণ্যের ওপর ৮৪ শতাংশ পাল্টা শুল্কারোপ করে বেইজিং।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ