<p>বাজারে ভোজ্যতেলের দাম কমাতে সয়াবিন ও পাম তেলে আমদানি, প্রক্রিয়াজাতকরণ ও কেনাবেচার ওপর আরোপিত ভ্যাটে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।</p> <p>জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়। এনবিআর জানিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই প্রজ্ঞাপন কার্যকর থাকবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729159892-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/17/1436118" target="_blank"> </a></div> </div> <p>প্রজ্ঞাপনে, রাজস্ব বোর্ড বিদ্যমান ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে। এ ছাড়া ভোজ্যতেলের উৎপাদন ও ব্যবসায়ে ভ্যাট অব্যাহতি দিয়েছে এনবিআর।</p>