রহস্য উন্মোচনের নায়ক 'গোয়েন্দা'

  • সপ্তম শ্রেণির আনন্দপাঠ বইয়ের ‘খুদে গোয়েন্দার অভিযান’ গল্পে তোমরা ‘গোয়েন্দা’ সম্পর্কে পড়েছ। রহস্য উন্মোচনের এই নায়কদের বিষয়ে আরো যা জানতে পারো—
সাদিয়া আফরিন হীরা
সাদিয়া আফরিন হীরা
শেয়ার
রহস্য উন্মোচনের নায়ক 'গোয়েন্দা'
সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।ছবি : সংগৃহীত

তোমরা কি কখনো ভেবেছ, কিভাবে রহস্যের পর্দা উন্মোচিত হয়? কারা অপরাধীদের শনাক্ত করে? কোথাও গোপন কোনো তথ্য থাকলে, কারা সেটি খুঁজে বের করে? উত্তর একটাই—গোয়েন্দা। গোয়েন্দারা যে শুধু বই বা সিনেমার চরিত্র তা নয়, বাস্তবেও এই পেশার অস্তিত্ব রয়েছে।

গোয়েন্দা হলো এমন ব্যক্তি বা সংস্থা, যারা গোপন তথ্য সংগ্রহ, তদন্ত ও বিশ্লেষণ করে থাকে। অপরাধমূলক, সামরিক, রাজনৈতিক বা করপোরেট বিভিন্ন ক্ষেত্রে এটা হতে পারে।

অপরাধীদের খুঁজে বের করে, গোপন তথ্য উদ্ধার করে এবং নানা রহস্যের সমাধান করে গোয়েন্দারা। গোয়েন্দার ইংরেজি প্রতিশব্দ Detective.

গোয়েন্দাদের কাজ কিন্তু মোটেই সহজ নয়। একজন গোয়েন্দাকে আশপাশের পরিবেশ ও মানুষের আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয়, সঙ্গে তথ্য সংগ্রহে অবলম্বন করতে হয় বিভিন্ন উপায়। প্রকৃত গোয়েন্দারা সিনেমার মতোই ছদ্মবেশ নিতে পারে।

কখনো তারা সাংবাদিক, কখনো ব্যবসায়ী বা পর্যটক সেজে গোপন তথ্য সংগ্রহ করে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬ এর অনেক এজেন্ট এতটাই দক্ষ যে তারা মিনিটের মধ্যেই এক ছদ্মবেশ থেকে আরেকটিতে রূপান্তরিত হতে পারে। কথিত আছে, বিখ্যাত কাল্পনিক গোয়েন্দা চরিত্র জেমস বন্ড বাস্তবের এক ব্রিটিশ গোয়েন্দা ফিটজরয় ম্যাকলিন থেকে অনুপ্রাণিত চরিত্র। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কিছু দুঃসাহসিক মিশন পরিচালনা করেছিলেন।

একসময় সিআইএ (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) বিড়ালকে গুপ্তচর বানানোর চেষ্টা করেছিল। তারা বিড়ালের শরীরে ছোট মাইক্রোফোন লাগাত, যাতে এটি শত্রুদের কথোপকথন গোপনে শুনতে পারে।

গোয়েন্দাদের কাজ যেমন চ্যালেঞ্জিং, তেমনি রোমাঞ্চকরও। গোয়েন্দারা দেশ ও জাতির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গল্প-উপন্যাস ও সিনেমায় অনেক বিখ্যাত গোয়েন্দা চরিত্র রয়েছে।

তারা মানুষের মাঝে রহস্যের প্রতি আগ্রহ বাড়িয়েছে। শার্লক হোমস বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা, যার বিশ্লেষণী ক্ষমতা অসাধারণ। সত্যজিৎ রায়ের সৃষ্টি এক বুদ্ধিমান গোয়েন্দা ফেলুদা। শুধু বুদ্ধি দিয়েই রহস্যের জট খুলে ফেলে সে। এ ছাড়া শ কনারি, পিয়ার্স ব্রসনান, মাসুদ রানা, ব্যোমকেশ বকশী, কিরীটী রায়, কাকাবাবু প্রভৃতি কাল্পনিক গোয়েন্দা চরিত্র।

মন্তব্য

সম্পর্কিত খবর

বরখাস্ত হলেন শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত রেজিস্ট্রার

কুবি সংবাদদাতা
কুবি সংবাদদাতা
শেয়ার
বরখাস্ত হলেন শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত রেজিস্ট্রার
সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাময়িক বরখাস্ত থাকাকালীন খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন তিনি। বর্তমানে সদর দক্ষিণ থানা হেফাজতে রয়েছেন এ কর্মকর্তা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

 

আরো পড়ুন
আপনাদের নিয়ে সমালোচনা হবে কিন্তু মনোবল হারাবেন না

আপনাদের নিয়ে সমালোচনা হবে কিন্তু মনোবল হারাবেন না

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকির হোসেন সদর দক্ষিণ থানার একটি মামলায় এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি। ওই মামলার এফআইআর ৯ এবং জিআর নম্বর ৩২৯। গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সরকারি কর্মকর্তা আইন ২০১৮-এর ধারা ৩৯ (০২) এবং সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এর ১২ নং বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘তার নামে দুটি মামলা রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলা চলমান রয়েছে, পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ও তদন্ত করছে, সব মিলিয়েই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ
ছবি: কালের কণ্ঠ

পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রদের জন্য সকল বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রামে সড়ক ও ষোলশহর রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট এলাকায় কক্সবাজারমুখী একটি ট্রেন আটক পড়েছিলো প্রায় দুই ঘণ্টা। শিক্ষার্থীরা ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে রেললাইনে অবস্থান নেন।

পরে প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নিলে দুপুর দুইটা ১৫ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

শিক্ষার্থীদের দুই নম্বর গেইট এলাকায়  সড়ক অবরোধের কারণে জিইসি থেকে মুরাদপুর সড়ক, দুই নম্বর গেইট থেকে বায়েজিদ অভিমুখী সড়ক ও আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন রাস্তায় দিয়ে চলাচলকারী মানুষজন। পরে দুপুর দুইটা ১৫ মিনিটির দিকে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সড়ক ও রেললাইন ছাড়েন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—অবিলম্বে পূর্বের নিয়োগ পদ্ধতি বহাল রাখা, ক্রাফট ইন্সট্রাক্টর পদনাম পরিবর্তন করে ল্যাব এসিস্ট্যান্ট/কারখানা সহকারি/ওয়ার্কশপ খালাসী/অথবা অন্য কোন নামে নামকরণ করা, ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা পূর্বের ন্যায় এইচএসসি (ভোকেশনাল) করা, ২০২১ সালের নিয়োগ প্রাপ্ত সকল নন-টেকনিক্যাল ক্রাফ্ট ইন্সট্রাক্টরগণদের পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে প্রত্যাহার করা,শিক্ষক কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করা, টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল লোক নিয়োগ না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে এবং জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা অনতিবিলম্বে বিলুপ্ত করার দাবি জানান। 

চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, ‘শিক্ষার্থীরা তাদের কিছু দাবি নিয়ে দুই নম্বর গেইট এলাকায় সড়কে অবস্থান নিয়েছিল। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।’

মন্তব্য

বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল অফিস
বরিশাল অফিস
শেয়ার
বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করাসহ ৬ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয়। এরপর তারা নগরীর পুলিশ লাইন রোডে গিয়ে বিক্ষোভ করে। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে মিছিল নিয়ে আসে শিক্ষার্থীরা।

এ সময় নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেয় তারা। 

শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর(টেক)পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে, ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া,  কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাএদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনর সুযোগ বাস্তবায়ন করা, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর এ সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করা এবং জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল  করার দাবি তুলে ধরেন তারা। 

একই সাথে মিডটার্ম পরীক্ষা ও সকল ধরনের ক্লাস বয়কট করেন তারা। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি না মেনে নেয়া হলে এই আন্দোলন চলমান থাকবে বলেও জানায় শিক্ষার্থীরা।

এতে বরিশালের সরকারি-বেসরকারি ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

মন্তব্য

ফরিদপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস বর্জন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস বর্জন
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ক্লাসও বর্জন করেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। স্মারকলিপি জমা শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের এএফ মুজিবুর রহমান সড়ক প্রদক্ষিণ শেষে লালের মোড় গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং’ ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ করতে হবে। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ দেওয়া এবং ডিপ্লোমাধারীদের জন্য প্রাইভেট সেক্টরে বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী বুলবুল আহমেদ মাহিম, কম্পিউটার ডিপার্টমেন্টের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী নাফিজুল রোহান ও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী লামীম ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টর পদে অবৈধ রিটের প্রেক্ষাপটে বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ঐক্যমত্যের ভিত্তিতে এই দাবিগুলো না মানা পর্যন্ত সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং আন্দোলন চলমান থাকবে।

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আক্কাস আলী শেখ জানান, শিক্ষার্থীরা একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

যা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। 

তিনি বলেন, আমরা তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসের বাইরে না থেকে ক্লাসে ফিরে আসে। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ