<p>ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সহপ্রতিষ্ঠান ধানমণ্ডিতে অবস্থিত ‘মেডিক্স’-এ বিশ্ব রেডিওলজি দিবস উপলক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। ‘সিইং দ্য আনসিন’ থিমে আয়োজিত এই অনুষ্ঠানে চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি এবং রেডিওলজির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।</p> <p>রেডিওলজি চিকিৎসাবিজ্ঞানের এমন একটি শাখা, যা বিভিন্ন জটিল রোগ নির্ণয় এবং চিকিৎসার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বব্যাপী উন্নত চিকিৎসা পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও এই খাতের আধুনিকায়নের প্রয়োজনীয়তা বেড়েছে। এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা রেডিওলজির সর্বশেষ প্রযুক্তি ও ব্যবহারের সেরা চর্চা সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি তরুণ চিকিৎসক ও প্রযুক্তিবিদদের জন্য এটি ছিল অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়নের একটি দারুণ প্ল্যাটফরম।</p> <p>রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড’ ও মেডিক্যাল ইকুইপমেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মেডিপ্যাক’-এর ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনাইটেড গ্রুপের পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি ও এমাজিং বিভাগের সহকারী অধ্যাপক ড. রাফায়েল মুরসালিন।</p> <p>ডা. রাফায়েল বলেন, ‘রেডিওলজি চিকিৎসা জগতের একটি অত্যাবশ্যকীয় অংশ, যা অদৃশ্য রোগ নির্ণয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমাদের প্রয়োজন উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা, যা রোগ নির্ণয় ও চিকিৎসার মানোন্নয়ন ঘটাবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘মেডিক্স এবং মেডিপ্যাকের মতো প্রতিষ্ঠানগুলোর অবদান চিকিৎসা খাতে নতুন সুযোগ সৃষ্টি করছে এবং সেবার মানোন্নয়ন ঘটাচ্ছে।’</p> <p>অনুষ্ঠানের প্রধান অতিথি নিজামউদ্দিন হাসান রশিদ বলেন, ‘মেডিপ্যাক বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে দেশের চিকিৎসা খাতে অগ্রণী ভূমিকা পালন করছে। মেডিক্স, তাদের উচ্চমানের সেবা এবং নির্ভরযোগ্য চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে, দেশের চিকিৎসা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই ধরনের আয়োজনের মাধ্যমে মেডিক্স চিকিৎসা পেশার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আজকের এই অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার (বিজ্ঞানভিত্তিক সহযোগী) হিসেবে মেডিপ্যাকের উপস্থিতি আমাদের জন্য আনন্দের ও গর্বের।’</p> <p>তিনি ধানমণ্ডির মেডিক্স এবং মেডিপ্যাকের যৌথ প্রচেষ্টাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘মেডিক্স শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং এটি সেবার এক নতুন মানদণ্ড। তাদের অব্যাহত প্রয়াস আমাদের স্বাস্থ্যখাতকে আরো সমৃদ্ধ করছে।’</p> <p>অনুষ্ঠানে রেডিওলজি নিয়ে ল্যাব টেকনিশিয়ান সাদ্দাম হোসেনের উপস্থাপনা, ডিএমএস ইমেজিংয়ের প্রকৌশলী কাদুরি কাদরির বক্তব্য এবং সেনসোরিয়া গ্লোবালের ইকুইটি পার্টনার জন রবার্ট ডেভিস জুনিয়রের বক্তব্য উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেছে। আয়োজনে ক্রেস্ট প্রদান ও কেক কেটে দিনটিকে আরো উৎসবমুখরভাবে উদযাপন করা হয়।</p> <p>অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড হেলথকেয়ারের এডিএমএস ডা. আজমল কাদের চৌধুরী, মেডিপ্যাকের প্রধান নির্বাহী পরিচালক মো. শামসুদ্দিন জিয়া, ইউনাইটেড গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা নওশাদ পারভেজ, মেডিপ্যাকের জেনারেল ম্যানেজার আলী রেজা সাত্তার।</p>