প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ময়মনসিংহের ভালুকায় হৃদয় মিয়া নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তিনি উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ওই ঘটনায় গত সোমবার (৫ এপ্রিল) রাতে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তুষার মিয়া বাদী হয়ে মামলাটি করেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ভালুকায় যুবক গ্রেপ্তার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হৃদয় মিয়া (১৯) তার ব্যবহৃত শান্ত আহাম্মেদ হৃদয় ও আহাম্মেদ হৃদয় ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। ওই ঘটনাটি জানাজানি স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যার পর হৃদয় মিয়াকে উপজেলার বিরুনীয়া বাজার থেকে আটক করে পুলিশে দেন। পরে বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তুষার মিয়া বাদী হয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার ঘটনায় সোববার রাতে ভালুকা মডেল থানায় মামলা করেন।
ভালুকা মডেল থানার এসআই মতিউর রহমান কালের কণ্ঠকে জানান, বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তুষার মিয়ার করা মামলায় হৃদয় মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুষ্টিয়া
মহিষ লুটের মামলায় বিএনপির ১১ নেতাকর্মী কারাগারে
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরে কোটি টাকার ৪১টি মহিষ লুটের মামলায় বিএনপি নেতা সাইদুর চেয়ারম্যানসহ ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার (১৩ এপ্রিল) ওই নেতাকর্মীরা কুষ্টিয়া আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তফা পারভেজ।
কারাগারে পাঠানো ১১ নেতাকর্মীরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, পলাশ, জাকির, বকুল, অভিক, বক্কর, মোজাফফর, হানা, তককুল, তুহিন ও শাহিনুর। তারা সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
আদালত সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচার বৈরাগীরচর গ্রামের মণ্ডলপাড়া এলাকায় পদ্মার চরের সাইদ মণ্ডলের মহিষের বাথানে রাখালদের অস্ত্রের মুখে ফেলে ৪১টি মহিষ লুট করে। মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের নেতৃত্বে তার লোকজন মহিষগুলো লুট করে বলে অভিযোগ ওঠে। এ সময় তারা মহিষের রাখাল মাজদার আলী (৫০), কামাল হোসেন (৩৫) ও সৈকতকে (৩৫) বেধড়ক মারপিট করে ও অস্ত্রের মুখে অপহরণ করে পার্শ্ববর্তী রহিমপুর মাঠে নিয়ে আটকে রাখে।
খবর পেয়ে পরদিন সকালে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাখালদের উদ্ধার করলেও লুট হওয়া মহিষ উদ্ধার করতে পারেনি। মহিষগুলো লুট করার পরপরই ট্রাক ভর্তি করে অন্যত্র পাচার ও বিক্রি করে দেন আসামিরা। লুট হওয়া ৪১টি মহিষের আনুমানিক মূল্য ১ কোটি ৯ লাখ টাকা।
এ ঘটনায় মহিষের বাথান মালিক সাইদের স্ত্রী তমা খাতুন ১৪ ফেব্রুয়ারি দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।
আদালত পুলিশের কর্মকর্তা ও দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৪১টি মহিষ লুট মামলায় ১২ আসামি আদালতে আত্মসমর্পণ করে। জামিন চাইলে ১১ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন বিচারক। এক আসামিকে জামিন দেন আদালত।

ধুনটে ঘর থেকে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় বাবার ঘর থেকে প্রাপ্তি বালা (১১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় ধুনট থানা থেকে প্রাপ্তি বালার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত প্রাপ্তি উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা পাড়ের বানিয়াজান গ্রামের পবন চন্দ্র মন্ডলের মেয়ে। সে বানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর ভাঙন জনপদের দিনমজুর পবন চন্দ্রের স্ত্রী ও মেয়েকে নিয়ে অভাব অনটনের সংসার। পবন চন্দ্র ও তার স্ত্রী উপুলী রানী দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের ন্যায় গতকাল শনিবার সকালে প্রাপ্তি বালাকে বাড়িতে রেখে পবন চন্দ্র ও উপুলী রানী যমুনা নদীর চরে দিনমজুরের কাজ করতে যান। ওই সময় বাড়িতে একা ছিল প্রাপ্তি।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টায় বাড়ির পাশের দোকান থেকে বিস্কুট কিনে এনেছে প্রাপ্তি।
নিহত প্রাপ্তি বালার বাবা পবন চন্দ্র মন্ডল বলেন, ‘মেয়েকে একা বাড়িতে রেখে সকালে চরে কাজ করতে গিয়েছি। সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। আমাদের কোনো শত্রু নেই।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত প্রাপ্তি বালার মৃত্যুর সঠিক করণ বলা সম্ভব হচ্ছে না।’

ঐতিহ্যের সাক্ষী গাংগাটিয়া জমিদার বাড়ি
ছাইদুর রহমান নাঈম
বৃটিশ শাসন আমলে প্রচলন হওয়া জমিদারি প্রথার অন্যতম অনুসঙ্গ ছিল রাজকিয় জমিদার বাড়ি। একএকটি বাড়ি যেন সেই অঞ্চলের পানি, মাটি, মানুষ ও জমিদারের নিজস্বতার পরিচয়ও বহন করে। এর মধ্যে অন্যতম কিশোরগঞ্জের গাংগাটিয়া জমিদার বাড়ি।
বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...
।

ঠাকুরগাঁও
কালবৈশাখীর তাণ্ডব, ধ্বংস কৃষকের ৬৫ হেক্টর জমির ফসল
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে গত শনিবার দিবাগত রাতে (১৩ এপ্রিল) ভয়াবহ কালবৈশাখী ঝড় আঘাত হানে। প্রায় ঘণ্টাব্যাপী চলা ঝড়ে জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে গেছে এবং কৃষকদের মূল্যবান ফসল, বিশেষ করে পেঁয়াজের বীজ, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার সদর উপজেলা ছাড়াও পীরগঞ্জ, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলায় তাণ্ডব চালিয়েছে ঝড়।
এলাকাবাসী জানায়, রাত আনুমানিক ১টার দিকে আকস্মিকভাবে প্রবল বেগে বাতাস বইতে শুরু করে।
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন জেলার হাজার হাজার কৃষক। বর্তমানে ঠাকুরগাঁওয়ে পেঁয়াজের বীজ বপনের মৌসুম চলছে।
সদর উপজেলার আকচা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক রহমত আলী হতাশ কণ্ঠে বলেন, ‘আমি তিন বিঘা জমিতে পেঁয়াজের বীজ বপন করেছিলাম।
বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়ন গ্রামের আরেক কৃষক রফিকুল ইসলাম জানান, তার ক্ষেতের শুধু পেঁয়াজবীজই নয়, সঙ্গে থাকা কিছু টমেটো ও মরিচগাছও ঝড়ে উপড়ে পড়েছে। তিনি বলেন, ‘এক রাতের ঝড় আমার অনেক দিনের কষ্টের ফসল কেড়ে নিল।’
এদিকে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে।