<p>চাঁদপুরের মেঘনার দুর্গমচরে গৃহহীনদের জন্য নতুন ঠিকানা তৈরি করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার (৯ জুন) বিকেলে জেলা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে জেলার হাইমচরে নিউচর এলাকায় সদ্য নির্মিত আধাপাকা ২৮টি ব্যারাক উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে বাংলাদেশ সেনাবাহিনী। আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় এসব বসতঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।</p> <p>এই উপলক্ষে কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক ব্রিগেডের ৩ বীর নামক ইউনিটের তত্ত্বাবধানে ১৪০টি পরিবারের জন্য এসব বসতঘরের চাবি হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই খোয়াইহলা চৌধুরীর কাছে হস্তান্তর করেন মেজর তাসনিম ফারহান। </p> <p>অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও বেশ কয়েকজন জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কাজের ঠিকাদার। মোট ২৮টি ব্যারাকে ১৪০টি পরিবার বসবাস করতে পারবে। এই জন্য প্রয়োজনীয় রান্নাঘর, পাকা পায়খানা এবং পানীয় জলের সুবিধা নিশ্চিত করা হয়েছে।<br />  <br /> এদিকে, সেনাবহিনীর কর্মকর্তারা বসতঘরের চাবি হস্তান্তর শেষে উপস্থিত সাংবাদিকদের জানান, হাইমচরে মেঘনা নদীর পশ্চিমপাড়ের নিউচর একটি ভাঙনকবলিত জনপদ। নদীভাঙনে প্রতিনিয়ত সেখানকার মানুষজন নিঃস্ব হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এসব বসতঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এতে এলাকার আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।</p> <p>অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী অক্টোবর মাসের মধ্যে এসব বসতঘর তালিকাভুক্ত গৃহহীনদের মাঝে বিতরণ করার কথা রয়েছে।</p>