ঢাকা, রবিবার ৩০ মার্চ ২০২৫
১৬ চৈত্র ১৪৩১, ২৯ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ৩০ মার্চ ২০২৫
১৬ চৈত্র ১৪৩১, ২৯ রমজান ১৪৪৬

বোয়ালমারী-আলফাডাঙ্গায় প্রতীমা কারিগরদের ঘুম নেই

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
বোয়ালমারী-আলফাডাঙ্গায় প্রতীমা কারিগরদের ঘুম নেই

প্রতিমা নির্মাণে ব্যস্ততা বেড়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা কারিগরদের। ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় দুর্গোৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজসজ্জা অবস্থা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দূর্গা দেবীর স্বর্গ থেকে আগমন ঘটেছিল। এরই ধারাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় উৎসব হিসেবে দুর্গাপূজা উদযাপন করে থাকেন।

আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দিরগুলোর প্রস্তুতি প্রায় শেষ পথে। দেবীকে স্বাগত জানাতে হিন্দু ধর্মালম্বীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। এদিকে উপজেলা পূজা উদর্যাপন পরিষদ বিভিন্ন এলাকার পূজা কমিটিগুলোকে দিয়েছেন বিভিন্ন দিক-নির্দেশনা।

সোমবার ও মঙ্গলবার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা যায়, কোথাও খড় দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। আবার কোথাও শিল্পীর সুনিপুণ হাতের ছোঁয়ায় কৃত্রিম জীবন পাচ্ছেন মা দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও শিবমূর্তি। এখানে কোনো মূর্তিতে পরানো হয়েছে শাড়ি, হাতের বালা, গয়নাসহ সরঞ্জাম। ইতোমধ্যে প্রতিমার মাটির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

রঙ ও সাজসজ্জার কাজ বাকি রয়েছে। এসব প্রতিমা কারিগররা বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরি করছেন। এ বছর বোয়ালমারী উপজেলার ১১৪টি ও আলফাডাঙ্গা উপজেলায় ৪৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব এলাকায় প্রতিমা তৈরির কাজ জোরেস্বরে চলছে।

বোয়ালমারী পৌরবাজার সার্বজনীন রক্ষাচন্ডী মন্দির, কামারগ্রাম আখড়া, ময়না বারোয়ারী মন্দির, আধারকোঠা বারোয়ারী মন্দির, সাতৈর মন্দিরের প্রতিমা তৈরি কাজ প্রায় শেষ পর্যায়ে।

তাছাড়া আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, ঝাঁটিগ্রাম সার্বজনীন মন্দির, পাচুড়িয়া সার্বজনীন মন্দিরসহ প্রতিমা তৈরি কাজ চলছে দ্রুত গতিতে।

বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আধারকোঠা বারোয়ারী মন্দিরের প্রতিমা কারিগর কিরণ পাল জানান, প্রায় এক যুগ ধরে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরির কাজ করছেন তিনি। গত বছর করোনা মহামারি থাকায় এ বছর একটু কাজের চাপ বেড়ে গেছে। তিনি ৭টি পূজা মন্ডপে প্রতিমা বানাচ্ছেন। সঠিক সময়ের মধ্যে তারা কাজ শেষ করবেন বলে জানান।

তিনি আরো জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রতিমা তৈরি করে যে মজুরি পান তা দিয়ে জীবন যাপন করা কষ্টকর। অনেকেই এ পেশা ছেড়ে চলে গেলেও তারপরও বাপ দাদার আদি পেশা টিকিয়ে রেখেছেন তিনি।

বোয়ালমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার সাহা বলেন, গত বছরের তুলোনায় এ উপজেলায় দুইটি পূজা মন্ডপ হচ্ছে বলে খবর পেয়েছি। এ বছর ১১৫ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে মন্ডপ বানানোর কাজ চলছে। সব মিলিয়ে এ বছর ভালোভাবে পূজা অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করছেন।

আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, এ বছর আলফাডাঙ্গায় ৪৭টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পাল না পাওয়ার কারণে শেষ পর্যন্তু ৪৬টি মন্ডপে জাকজমকভাবে পূজা অনুষ্ঠিত হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপন করতে সকল এলাকায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

মন্তব্য

জানখুর-দশলাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জানখুর-দশলাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
সংগৃহীত ছবি

জানখুর-দশলাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জানখুর পাড়ায় ৫০ পরিবারের মাঝে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ফাউন্ডেশনের সভাপতি নাজমুস সাকিব খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখাহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিসেস মৌলুদা মন্ডল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুর রশিদ ।

এ ছাড়া ফাউন্ডেশনের উপদেষ্টা ফরিদুল ইসলাম তারা মন্ডল, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান সাজু মন্ডল ও মফিদুল ইসলাম পারভেজ মন্ডল উপস্থিত ছিলেন।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি গোলাপ মন্ডল, সহ-সভাপতি মাসুম পারভেজ সরকার, সহ-সভাপতি মেহেরুল ইসলাম, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি রিমন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরশাদ রহমান শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুর রহমান আমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাব্বি।

সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আলম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদ হাসান, অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক শাফিউল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য

চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে : র‍্যাব

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে : র‍্যাব
সংগৃহীত ছবি

চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র‍্যাব।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় চেকপোস্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যক্রম পর্যবেক্ষণ শেষে এসব তথ্য জানান তিনি। 

আরো পড়ুন
জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ

জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ

তিনি বলেন, পুরো রমজান মাস জুড়েই র‍্যাব তৎপর ছিল, এই কার্যক্রম ও চেকপোস্ট ঈদ পরবর্তী সময়ে অব্যাহত থাকবে। বিশেষ করে ঈদের পর বিনোদন কেন্দ্রগুলোতে নারী ও শিশুদের একটা ভিড় থাকে সেই সময়ও যেন অপরাধীরা কোনো অপরাধ তৎপরতা পরিচালনা করতে না পারে, প্রতিটি বিনোদন কেন্দ্রে সজাগ দৃষ্টি রাখছে র‍্যাব।

 

র‍্যাব মহাপরিচালক বলেন, ঈদসহ যেকোনো উৎসবে এলেই অপরাধীরা তৎপর হয়ে ওঠে। অপরাধ তৎপরতা রোধে এলিট ফোর্স র‍্যাব সবসময়ই কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দেশের বিভিন্ন জায়গায় সড়ক মহাসড়কে টহল ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম করে আসছে। 

র‍্যাব মহাপরিচালক আরো বলেন, পুরো রমজান মাসজুড়ে অনেক অপরাধীকে র‍্যাব আইনের আওতায় নিয়ে এসেছে।

যে কারণে এবার ঈদ মৌসুমে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কসহ তেমন ছিনতাই চুরি ডাকাতির ঘটনা ঘটেনি। ঈদের আগে এবং পরে একইভাবে র‍্যাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কসহ সব জায়গায় তাদেরই তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখবে। 

আরো পড়ুন
কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

এ সময় র‍্যাব ১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি
শেয়ার
জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার আয়োজিত ইফতার মাহফিল পণ্ড করার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) পাঁচবিবি পৌর শহরের দানেজপুর মহল্লার সোহেল রানা বাদী হয়ে এই মামলা করেন। 

আসামিরা হলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি মো. ডালিম হোসেন (৫৫), জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন (৩৭) ও পাঁচবিবি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আপেলকে (৩৬) আসামি করা হয়। এ ছাড়া ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আরো পড়ুন
সুনামগঞ্জে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

শিখা বলেন, ‘আমার সংগঠন ‘শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শনিবার খুব বড় পরিসরে একটি ইফতার মাহফিলের আয়োজন করতে চেয়েছিলাম। শুক্রবার দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে ডেকোরেশন করে রান্নার আয়োজন চলছিল। রাত সাড়ে ১০টার দিকে ডালিমের নেতৃত্বে শামীম, উপজেলা ছাত্রদলের ফয়সালসহ বিপুল সংখ্যক লোকজন অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দেখভালের দায়িত্বে থাকা ফারুক হোসেনকে মারধর করেন। পরে ডেকোরেটরের জিনিসপত্র ভাঙচুর করে তাতে আগুন ধরে দেন তারা।

 

তিনি আরো বলেন, এ সময় পাঁচটি গরু, একটি জবাই করা গরুর মাংস, তেল ও মসলা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ডালিম হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচবিবির নিহত ছাত্র বিশাল হত্যা মামলার আসামি শিখা গোপনে ইফতার পার্টি করতে চেয়েছিলেন। এটি জানার পর বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে শুক্রবার রাতে ইফতার মাহফিলের আয়োজন পণ্ড করে দিয়েছে।

এ সময় আমি ছিলাম না। তারপরও আমাকেসহ বিএনপির নেতাদের আসামি করা হয়েছে।'

আরো পড়ুন
কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

শামীম বলেন, শিখা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ দুটি মামলার আসামি। তিনি গোপনে ইফতার মাহফিলের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছিলেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় বিএনপির তিন নেতাসহ অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন
প্রায় শতভাগ কারখানার বেতন-বোনাস পরিশোধ

প্রায় শতভাগ কারখানার বেতন-বোনাস পরিশোধ

মন্তব্য

কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি, কুমিল্লা
জেলা প্রতিনিধি, কুমিল্লা
শেয়ার
কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে যৌথ বা‌হিনী। শনিবার (২৯ মার্চ) কুমিল্লা সদর উপজেলার টিপরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মাছুম বিল্লাহর ছেলে সাইদুল বাশার অমিক (২৩) এবং বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের মৃত সার্জেন্ট (অব.) মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ (২১)।

আরো পড়ুন
বুড়িচংয়ে ১৪ দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা

বুড়িচংয়ে ১৪ দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা

কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিপরা বাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গু‌লি বর্ষণের অভিযোগ রয়েছে। 

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

আরো পড়ুন
সুনামগঞ্জে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

মন্তব্য

সর্বশেষ সংবাদ