ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

\'২৬ বছরে যা হয়নি তা ৬ মাসে হয়েছে\'

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
\'২৬ বছরে যা হয়নি তা ৬ মাসে হয়েছে\'

নারায়ণগঞ্জে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে অতিথিরা বলেন, নারায়ণগঞ্জে গত ২৬ বছরে যা হয়নি তা মাত্র ছয় মাসে সম্ভব হয়েছে আমাদের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি ও দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের জন্য। তাঁর ব্যবসা পরিচালনার বিশেষ দক্ষতা ও দূরদৃষ্টি আমাদের আরো অনেক দূর এগিয়ে নেবে।

সোমবার (২৩ মে) বিকেলে শহরের চাষাঢ়ায় অবস্থিত গ্রান্ড হল রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়।

এ সময় বাজুসের নারায়ণগঞ্জের ২২০ জন নতুন সদস্যকে বরণ করে নেওয়া হয়। তাঁদের সবাইকে সদস্যপত্র, বাজুস সার্টিফিকেট, ফুল, আইডি কার্ড তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথি এম এ ওয়াদুদ খান বলেন, 'আমরা এসেছি আমাদের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর সাহেবের পক্ষ থেকে আপনাদের বরণ করতে। আমার বাড়ি বরিশাল, আগে নারায়ণগঞ্জ হয়েই যেতে হতো।

সেই আগের নারায়ণগঞ্জের স্মৃতি এবং আপনাদের ঐক্যে আমি অভিভূত হয়েছি। নারায়ণগঞ্জে ভালো জুয়েলারি অলংকার বিক্রি হয়। এখানে যারা খারাপ জিনিস বিক্রি করে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। জুয়েলারির মান উন্নয়নের কোনো বিকল্প নেই।
আমরা এমন এক ব্যবসায় আছি, যা এ দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। আপনারা স্বর্ণ মেমোর মাধ্যমে নেবেন এবং এনআইডি রাখবেন। তার পরও পুলিশ হয়রানি করলে আমরা দেখব। আপনারা সৎভাবে ব্যবসা করেন, সায়েম সোবহান আনভীর আপনাদের পাশে আছেন। যে দোকানে বাজুসের লোগো নেই সেখান থেকে কেউ জুয়েলারি কিনলে প্রতারিত হতে পারেন।
'

তিনি আরো বলেন, 'শুধু ৪০ হাজার নয়, সারা বাংলাদেশে আমাদের ৭০ থেকে ৮০ হাজার সদস্য হবে। নারায়ণগঞ্জ শহরের বাইরেও অনেকগুলো দোকান আছে। তারাও সদস্য হবে। শুধু নারায়ণগঞ্জ থেকেই দুই হাজার সদস্য হবে। আমাদের এত সদস্য, আর বাজুসের নেতৃত্বে সায়েম সোবহান আনভীর―আমাদের ভয় কোথায়? আমরা সবাই সরকারকে ট্যাক্স দেব এবং ব্যবসা করব। আসুন আমরা বাজুসের নীতিকে অনুসরণ করি এবং সবাই সমান রেটে বিক্রি করি। আমাদের কোনো সমস্যা থাকবে না। বাংলাদেশেই বছরখানেকের মধ্যে স্বর্ণ তৈরি হবে। আমাদের এ ব্যবসায় সুদিন আসবে। আমরা ভালো একটা রিজার্ভ গড়ে তুলতে পেরেছি, তাই আমরা সুযোগ-সুবিধা দাবি করতে পারি।'

বিশেষ অতিথি সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় বলেন, 'কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বাজুসের চেয়ে কম দামে বিক্রি করে। কম দামে খারাপ মানের পণ্য পাওয়া যায়৷ আমরা মান ধরে রাখতে চাই। সায়েম সোবহান আনভীর ঐক্যের প্রতীক। তিনি কোনো বিভাজন চান না। আমি বলতে চাই, এখানে নির্বাচিত কমিটি হতে হবে। আমরা নির্বাচন কমিশন করে যাব, তারা নির্বাচনের সময় দেবেন। আপনারা সবাই মিলে একটা প্যানেল দিন। আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন আর দ্বিমত থাকলে নির্বাচন করুন। আমি বাজুসের সভাপতির সঙ্গে আসার সময় আলোচনা করে নিয়েছি, আমরা নিরপেক্ষ ও সুন্দরভাবে একটি নির্বাচন পরিচালনা করতে চাই।'

তিনি বলেন, 'এইচ এম আসলাম সানি নির্বাচন কমিশনার হবেন এবং প্রবীর সাহা আপিল বিভাগের চেয়ারম্যান হবেন। আপনারা নাম দেবেন, ভোটার তালিকা হালনাগাদ হবে। ভোটের কাজগুলো বর্তমান কমিটির সহযোগিতা নিয়ে একটি সুন্দর কমিটি হবে। বর্তমান কমিটি আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত সুন্দর ও নতুন কমিটি উপহার দেবে।'

অতিথি ও ব্যবসায়ীরা তাঁদের বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জে চার হাজারের বেশি স্বর্ণ ব্যবসায়ী আছে বলে জানান আমাদের সভাপতি আনভীর। আমরা এত দিন ব্যবসা করেও তা বুঝতে পারিনি। যখন মাঠে নামলাম, দেখলাম তাঁর ধারণাই ঠিক। তাঁর এই দূরদৃষ্টি আমাদের উৎসাহিত করে। আগামীতে বাজুসের নিবন্ধন ছাড়া কেউ বৈধভাবে স্বর্ণ ব্যবসা করতে পারবে না। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে জুয়েলারি শিল্পের ইতিহাস বদলে দিতে চাই। আমাদের নতুন নেতৃত্ব জুয়েলারি ব্যবসায়ীদের জন্য 'গোল্ড ব্যাংক' প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। তরল সোনা রিফাইন করে বিদেশে রপ্তানির পরিকল্পনা করছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এসব পরিকল্পনা বাস্তবায়ন করব।

বক্তারা বলেন, আমাদের সভাপতির মূল লক্ষ্য সৎভাবে ব্যবসা করা। যেন কোনো গ্রাহক আমাদের থেকে প্রতারিত না হয়। গ্রাহকসন্তুষ্টির মাধ্যমে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব। তার ব্যাবসায়িক প্রজ্ঞা, সৃষ্টিশীলতা ও দূরদর্শিতায় আগামীতে বাংলাদেশের জুয়েলারি শিল্প আরো সমৃদ্ধ হবে। অদূর ভবিষ্যতে স্বর্ণের বারে লেখা থাকবে 'মেড ইন বাংলাদেশ'।

অনুষ্ঠানের তারা বলেন, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সুখে-দুঃখে পাশে আছি। আপনারা সাহস করুন, ব্যবসা চালিয়ে যান। আমরা জুয়েলার্সের ব্যবসা করি। আমাদের ভাবতে হবে এটা কিভাবে টিকিয়ে রাখব। আমরা চাচ্ছি ইন্ডাস্ট্রি করতে হবে। আগে আমাদের দোকান ছিল, পাশে কারখানা ছিল। এখন তা নেই। এ কারণে আমাদের ইন্ডাস্ট্রি নষ্ট হচ্ছে। আমরা যদি এখানে ইন্ডাস্ট্রি করি তাহলে বেকারত্ব কমবে, পাশাপাশি গ্রাহকও বৃদ্ধি পাবে।

তাঁরা আরো বলেন, আমরা লেবার তৈরি করতে পারিনি, তাই আমাদের কষ্ট বেশি। আমরা যদি লেবার গড়ে তুলতে পারি তাহলে আমাদের কষ্ট কমবে। ইন্ডাস্ট্রি করতে যদি কোনো অসুবিধা হয় আমরা আপনাদের সহায়তা করব। আপনাদের সাথে এই যে সম্পর্ক, আমরা নারায়ণগঞ্জে এসেছি আমাদের পরিচিতি হলো, বন্ধন হলো। আপনারা সকলে চেষ্টা করবেন কোয়ালিটিসপম্পন্ন পণ্য বিক্রি করতে এবং কাস্টমারদের সন্তুষ্ট করতে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বাজুসের সহসভাপতি মো. শহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের সাবেক সভাপতি ও চেয়ারম্যান এম এ ওয়াদুদ খান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাজুসের সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, সাবেক সভাপতি ও চেয়ারম্যান এনামুল হক খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চেয়ারম্যান গুলজার আহমেদ, সহসম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব মো. রিপনুল হাসান।

আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন সেলিম, স্বর্ণ ব্যবসায়ী মনির হাসান খান, ফারুক আহমেদ, আমীর হোসেন খান, অভিজিৎ রায়, গোলাম মোহাম্মদ খোকা, লিটন খন্দকার, নজরুল ইসলাম রোমান, আসাদুজ্জামান।

অনুষ্ঠান শেষে বাজুসের সভাপতির পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটির রুহুল আমিন রাসেল।

মন্তব্য

সম্পর্কিত খবর

টঙ্গীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
টঙ্গীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
প্রতীকী ছবি

টঙ্গীতে এক কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের এক কলেকছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। নাফিস হোসেন ভুঁইয়া নিলয় (২৯) নামে একজনকে প্রধান আসামি করে তার বোনসহ দুজনের বিরুদ্ধে এই মামলা করেন ভিকটিম।

রবিবার (৬ এপ্রিল) টঙ্গী পশ্চিম থানায় এই মামলা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিম টঙ্গী সরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী।

 কলেজে যাওয়া-আসার সময় স্থানীয় মোক্তার বাড়ি রোড এলাকার মৃত জাকিরুল হোসেন ভুঁইয়ার ছেলে নিলয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

২০২৪ সালের ২২ অক্টোবর নিলয় বিয়ের কথা বলে ভিকটিমকে তার খালি বাসায় নিয়ে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে গেলে ভিকটিম নিলয়কে বিয়ের জন্য চাপ দেয়। চলতি বছর ৬ জানুয়ারি নিলয় টঙ্গীর এশিয়া জেনারেল হাসপাতালে নিয়ে টেবলেটের মাধ্যমে বাচ্চা নষ্ট করে ফেলে।

এরপর নিলয় ও তার বোন মৌ আক্তার বিয়ের ব্যবস্থা না করে নানা ধরনের টালবাহানা করতে থাকে। অবশেষে বিয়ে না করায় আসামি নিলয় ও তার বোন মৌ আক্তারের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন ভিকটিম।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে সংবাদটি নিশ্চিত করে বলেন মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

নীলফামারীর উত্তরা ইপিজেডে মেশিন বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী প্রতিনিধি
শেয়ার
নীলফামারীর উত্তরা ইপিজেডে মেশিন বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ
সংগৃহীত ছবি

নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কারখানার মেশিন বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ওই দুই শ্রমিক হলেন- সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের রমজান আলী (২২) ও  জেলা সদরের পঞ্চপুকুর গ্রামের খায়রুল ইসলাম (২১)। ইপিজেডের সনিক বিডি লিমিটেড নামে খেলনা তৈরির একটি কারখানায় তারা রাত্রিকালীন শিফটে কর্মরত ছিলেন।

তাদের প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একাধিক শ্রমিক জানায়, রাতের শিফটে কাজ শুরু হলে একটি মেশিনের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দুই শ্রমিক আগুনে দগ্ধ হয়।

তাদেরকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে বলে তারা জানান। ঘটনার সময় কারখায় আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে।

উত্তরা ইপিজেডের জিএম মোহাম্মদ আব্দুল জব্বার সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন
সংগৃহীত ছবি

মৌলভীবাজার জেলা বারের আইনজীবী শহরের হিলালপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সুজন মিয়া দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মৌলভীবাজার কোট রোডস্থ পৌরসভার সামনে ফুসকার পাশে তাকে ছুরিকাহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান।

তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সঠিক কারণ জানা যায়নি। তিনি আরো বলেন, হত্যাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নতুন কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়াকে পুনরায় আহ্বায়ক করা হয়।

রবিবার (৬ এপ্রিল) রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম নজির আহমেদ ভূঁইয়ার হাতে উপজেলা ও পৌরসভা কমিটি হস্তান্তর করেন। উপজেলা কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক নূরুল আফসার নয়নকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নাঙ্গলকোট পৌরসভা বিএনপি নতুন কমিটিতে আনোয়ার হোসেন মুকুলকে পুনরায় আহ্বায়ক ও  আব্দুল কাদের জিলানীকে পুনরায় সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ