<p>সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূইয়া (৮৪) গত শুক্রবার দিবাগত রাত ৩টায় ঢাকার বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। </p> <p>শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমান্দপুর গ্রামে বাবার কবরের পাশেই তিনি শায়িত হন। এর আগে ঢাকা ও সরাইলে পৃথক চারটি জানাজা অনুষ্ঠিত হয়। </p> <p>আব্দুস সাত্তার পেশায় আইনজীবী ছিলেন। তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সর্বশেষ সংসদ উপনির্বাচনকে কেন্দ্র করে তিনি বেশ আলোচনায় আসেন। বিএনপি থেকে বহিষ্কার হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচন করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় তিনি নির্বাচিত হন। </p> <p>আব্দুস সাত্তার ভূঞা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের আব্দুল হামিদ ভূঞা ও রহিমা খাতুনের সন্তান। ১৯৩৯ সালের ১৬ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি পদেও আসীন ছিলেন।</p> <p>মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আব্দুস সাত্তার ভূঞার ছেলে মাইনুল হাসান তুষার জানান, তাঁর বাবা দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত এক সপ্তাহ আগে তাঁকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়।</p>