পড়ন্ত বিকেল। প্রকৃতিতে গুমোটভাব। আছে বেশ শীতও। সময় মেনেই শুরু হলো খেলা।
মহিষের শিং দিয়ে তৈরি গুটিতে প্রবীণ-নবীন লড়াই
বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া

মহিষের শিং দিয়ে তৈরি এক ধরনের গুটিতে প্রবীণ-নবীনের লড়াই। দুই দলে ভাগ হয়ে খেলছেন তাঁরা। ক্রিকেট কিংবা ফুটবলের মতোই প্রতি দলে ১১ জন। মহিষের শিংয়ের ছোট্ট গুটিটি ছোট্ট মোটা লাঠির (বাঁশের তৈরি) আঘাতে কে কতটুকু নিতে পারলেন, গুটিটি কেউ ধরতে পারলেন কি না, এর ওপর নির্ভর করে ‘পয়েন্ট’।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেল, খেলায় ব্যবহৃত গুটিটি প্রায় ৫০ বছর আগের। মহিষের শিং দিয়ে বিশেষভাবে এটি বানানো। খেলার পর কারো কাছে এটি যত্ন সহকারে রেখে দেওয়া হয়। কেননা, এখন আর মহিষের শিংয়ের এই গুটি পাওয়া যায় না।
গতকাল রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় এই গুটিদাড়া খেলার আয়োজন করা হয়। রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রীড়াসংগঠক ডা. ফরিদুল হুদা স্মরণে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি খেলাটি আয়োজন করে। প্রথম ৩০ মিনিটে লাল দল ১২ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। পাঁচ মিনিট হাতে রেখেই সবুজ দল এই পয়েন্ট অতিক্রম করে চ্যাম্পিয়ন হয়। খেলায় শেরপুর এলাকার প্রবীণ ও নবীনরা দুই দলে ভাগ হয়ে খেলায় অংশ নেন।
প্রবীণ খেলোয়াড় শাহ আলম খান বলেন, ‘আমি ১২ বছর বয়স থেকে খেলাটি খেলছি। আমরা যে গুটি দিয়ে খেলি এটি কমপক্ষে ৫০ বছর আগের হবে।’
এদিকে খেলা শেষে দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ডা. ফরিদুল হুদার ছেলে ডা. নাজমুল হুদা বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর

ফটিকছড়িতে ব্যবসায়ীর পরিবারের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে এক ব্যবসায়ীর পরিবারের ওপর হামলা, টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে স্থানীয় কাজিরহাট বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে হেঁয়াকো বাজারের ব্যবসায়ী কাজী নুর আহম্মেদ পরিবারের ওপর হামলা ও লুটপাটের এ অভিযোগ করেন।
ব্যবসায়ী কাজী নুর আহম্মেদ বলেন, ‘স্থানীয় বখতেয়ার ও আজিমের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী অতর্কিতভাবে আমার ভাড়া বাসায় মঙ্গলবার দুপুরে হামলা ও ভাঙচুর চালায়।
তিনি আরো বলেন, ‘এ সময় সন্ত্রাসীরা ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, ‘হেঁয়াকো বাজারের ব্যবসায়ী নুর আহম্মেদের পরিবারের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
মানিকগঞ্জ প্রতিনিধি

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এবার ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আদলে ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ বানানো হয়। ধারণা করা হচ্ছে মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।
এ বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, তিনি কেবল বাঘের মোটিফটি তৈরি করেছিলেন। ফ্যাসিস্ট হাসিনার মোটিফ তিনি তৈরি করেননি। তিনি আরো বলেন, এই মুহূর্তে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই এর রহস্য উদ্ঘাটন হবে।

দুর্গাপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে মোমবাতির আগুনে বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ঘরে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভুলিগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হায়দার আলীর ঢাকায় থাকেন। ছেলে বাপ্পি এসেছেন বাড়িতে। গতকাল মঙ্গলবার রাতে বাপ্পি ঘরের টেবিলের ওপর মোমবাতি জ্বালিয়ে অন্য এক বাড়িতে রাতের খাবার খেতে যান।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মঞ্জুর ফরাজি বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে রওনা হই।
তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবার আমাদের জানিয়ে মোমবাতি জ্বালানো ছিল ঘরের ভেতর। ধারণা করা হচ্ছে ওই মোমবাতি থেকেই আগুনে সূত্রপাত হয়েছে।’

উজান-ভাটিতে বৃষ্টির আশঙ্কা
হাওরে ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের ছুটি বাতিল
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে মধ্য এপ্রিল বরাবর পাহাড়ি ঢল ও বর্ষণে হঠাৎ পানি বৃদ্ধি পায়। এবারও চলতি মাসের ১৮ তারিখ থেকে এক সপ্তাহ স্বাভাবিকের চেয়ে উজানে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এই পূর্ভাবাসের কারণে সুনামগঞ্জ জেলার সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করে ধান কাটা দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এই তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, 'হাওরের কৃষকদের বোরো ধান কাটার মৌসুম এখন। এই এক ফসলী জমির ধান পেকে গেছে।
কৃষকের ধান গোলায় তোলার আগপর্যন্ত ডিসি, ইউএনওসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং কৃষি অফিসের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব জানান, 'এখন প্রতিদিনই বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর পূর্ভাবাস আছে। তবে ভারী বৃষ্টির পূর্ভাবাস নেই।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, '১৮ এপ্রিল থেকে উজান ও ভাটিতে বৃষ্টিপাত হবে। এতে হাওরের পাকা বোরো ধান যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং ধান কাটায় যাতে সহযোগিতা করা হয় সেজন্য জেলা প্রশাসন, পাউবো ও কৃষি বিভাগের ছুটি বাতিল করা হয়েছে।'
এখন পুরোদমে ধান কাটা চলছে জানিয়ে তিনি বলেন, 'কৃষকদের ধানকাটায় সহযোগিতা করতে আমরা মাঠ পর্যায়ের সবাই সতর্ক আছি।'