<p>রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর একটি ‘ঢাই’ মাছ ২২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। </p> <p>সোমবার (১ জুলাই) সকালে উপজেলার বাহিরচর এলাকায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে স্থানীয় জেলে হযরত আলী মন্ডলের জালে। পরে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে মাছটি বিক্রি করতে তিনি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে যান। সেখানে ৭ কেজি ওজন মেপে তিন হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন ওই জেলে। </p> <p>বিষয়টি নিশ্চিত করে মাছটির ক্রেতা দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ কালের কণ্ঠকে বলেন, ‘পদ্মা নদীর ঢাই মাছ খুব সুস্বাদু। এই মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই জেলে হযরত মন্ডলের কাছ থেকে তিন হাজার ২০০ টাকা কেজি দরে তাজা ঢাইটি কিনে নদীতে জিঁইয়ে রেখেছি। মাছটি বিক্রি করতে সৌখিন মাছক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। খদ্দের পেলে সামান্য লাভে ঢাই মাছটি আমি বিক্রি করবো।’</p>