<p>ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের বিরুদ্ধে চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল হালিমকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে চক্ষু হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।</p> <p>শনিবার (১৭ আগস্ট) দুপুরে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল গেটে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য রাখেন।</p> <p>তারা বলেন, হাসপাতালের সভাপতি জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ও সদ্য পদোন্নতি পাওয়া সহকারী পরিচালক মিলন হোসেনের বিরুদ্ধে কোটি কোটি টাকার বিনিময়ে ৩৮ জন কর্মচারী নিয়োগ ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ এনে গত বৃহস্পতিবার কর্মবিরতি পালন করা হয়।</p> <p>এতে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ওই দিন বিকেলে হাসপাতালে গিয়ে জ্যেষ্ঠ চিকিৎসক ডা. আব্দুল হালিমকে লাঞ্ছিত করেন। পরবর্তীতে প্রতিবাদ করলে চাকরিচ্যুত করার হুমকিও দেন জেলা প্রশাসক। এ ঘটনার বিচার দাবি করেন তারা।</p> <p>এ অভিযোগের বিষয়ে জানতে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ হয়নি।</p>