<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান মিয়া। রবিবার (২৫ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন তিনি।</p> <p style="text-align:justify">শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগে ওই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রবিবার সকাল থেকেই বিদ্যালয় চত্বরে অবস্থান নেয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় সেখানে ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">অন্যদিকে একই দিন সকালে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা একত্রে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এমন অবস্থায় প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেন তিনি।</p> <p style="text-align:justify">রবিবার রাত ১০টার দিকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাফী বিন কবির কালের কণ্ঠকে বলেন, আমি আজ অফিসে ছিলাম। তবে শুনেছি একজন শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন। এখন তিনি ইচ্ছা করে পদত্যাগ করেছেন কি না, তা আমি এসে খোঁজখবর নিয়ে বলতে পারবো।</p>