<p>বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন।</p> <p>বুধবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা সদরের বাইপাসে বিএনপির কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি মিছিল বের হয়। মিছিলটি সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।</p> <p>সমাবেশে বক্তারা বলেন, সালথা-নগরকান্দায় বিএনপির কার্যক্রমকে দুর্বল করতে একটি কুচক্রি মহলের ইন্ধনে শামা ওবায়েদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপি নেত্রী শামা ওবায়েদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। স্বৈরাচারের পতনের পর আজ সেই নেত্রীর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।</p> <p>সালথা উপজেলা বিএনপির সহসভাপতি মো. শাহিনুজ্জামান শাহিন মাতুব্বরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান হুমায়ুন, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, বিএনপি নেতা রাশেদ মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হারুন মাতুব্বর, সদস্য সচিব মামুন চৌধুরী, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান লিটন, সুজন ফকির, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, কামরুল, বালাম হোসেন, হাবিবুর রহমান হাবিব, ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ।</p> <p>উল্লেখ্য, গত ২১ আগস্ট সকালে নগরকান্দায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থকদের সঙ্গে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মো. শহিদুল ইসলাম বাবুলের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে বাবুলের সমর্থক কৃষকদল নেতা কবির ভূঁইয়া (৫০) নিহত হন। এ ঘটনায় গত ২৩ আগস্ট সকালে শামা ওবায়েদকে হুকুমের আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মোনজিলা বেগম।</p>