<p>বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবর রহমান বলেন,‘স্বৈরাচার হাসিনা সরকার এদেশের মানুষকে গোলামে পরিণত করেছিল। শুধু জনগণ না এদেশের বিচারকদের ও গোলাম বানিয়ে রেখেছিল।</p> <p>বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জামালপুর শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামালপুরে নিহতদের জন্য দোয়া ও তাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>মুজিবর রহমান বলেন, মানুষের সর্বশেষ আশ্রয়ের জায়গা হলো আদালত। সেই বিচার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয় দেশের পুলিশ, প্রশাসনের ব্যক্তি ও কর্মকর্তাদের চূড়ান্ত গোলামে পরিণত করা হয়েছিল।</p> <p>তিনি বলেন,‘ব্যাংকের টাকা লোটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। সেই ব্যাংকের টাকাও কিভাবে লোটপাট করে বিদেশে পাচার করা হয়েছে তা আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সেই স্বৈরাচার সরকার।’</p> <p>তিনি আরো বলেন,‘বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার ফল পায়নি। দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে ছাত্র জনতার হাত ধরে। আমি আশা করি সবাই মিলে যদি চেষ্টা করি স্বাধীনতার সুফল এবার আমরা ভোগ করতে পারবো ইনশাআল্লাহ।'  </p> <p>বৈষম্য ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়েছে জামালপুরে ১৩ জন মারা গিয়েছেন। নিহতদের পরিবারদের মাঝে দুই লাখ করে টাকা প্রদান করা হয়।</p> <p>জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ভারপ্রাপ্ত জেলা আমির অধ্যাপক খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী। অন্যানের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল প্রমুখ।</p>