<p>ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে দুই যুবদলকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ডাকবাংলো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।</p> <p>গ্রেপ্তারকৃতরা হলেন সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান আইভি এবং মো. সেলিম। তারা সোনাগাজী উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।</p> <p>জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে গ্রেপ্তারকৃত দুই যুবদলকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে পৌরসভার ডাকবাংলো এলাকা থেকে তাদের আটক করা হয়।</p> <p>এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, ‘তারা কমিটিতে ছিল কি না, আমি নিশ্চিত না। তবে উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীরের সঙ্গে থাকতেন।’</p> <p>এদিকে একই দিন পৃথক অভিযান চালিয়ে উপজেলার চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।</p> <p>সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটককৃতদের মধ্যে সেলিমের বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র বহন, ডাকাতি, চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে। এ ছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু করা হয়েছে।</p>