<p>বান্দরবানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে না এসে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার থেকে বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত আরো ১১ জন ডেঙ্গু শনাক্ত রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে।</p> <p>জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে সেপ্টেম্বর মাসে মোট ১১৭ জন রোগী বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ৯ জন এখনো চিকিৎসাধীন। </p> <p>বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তারেকুল ইসলাম জানান, ১০০ বেডের এই হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনা করতে গিয়ে তারা হিমসিম খাচ্ছেন।</p> <p>তিনি জানান, পুরুষ ওয়ার্ডে আলাদা কর্ণার করে ডেঙ্গু চিকিৎসা দেওয়া সম্ভব হলেও মহিলা ওয়ার্ডে রোগীর চাপে আলাদা ডেঙ্গু কর্ণার স্থাপন কঠিন হয়ে পড়ছে। আক্রান্ত ২০ জনের মধ্যে ৪ জন শিশু থাকায় সমস্যা আরো প্রকট হয়ে উঠেছে।</p> <p>বান্দরবানের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র সদর হাসপাতালে ৩৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। তাদের মধ্যে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা একজনের মৃত্যু হয়।</p> <p>সিভিল সার্জন বলেন, ‘হাসপাতালে ডেঙ্গু রোগীর প্রচন্ড চাপ হলেও চিকিৎসক-নার্সদের আন্তরিক প্রচেষ্টার কারণে আমরা মৃত্যু কমাতে পেরেছি। আমরা আশা করছি, শীত মওসুমের আগেই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।’</p> <p>সদর হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা বিষয়ে খোঁজ নিতে বুধবার দুপুরে বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক এবং রোগীদের সঙ্গে কথা বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুম বিল্লাহ।</p>