<p>শেরপুরের শ্রীবরদীতে সোহাগ মিয়া নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ করেছেন স্ত্রী লাকী আক্তার (২৫)। সোমবার (৭ অক্টোবর) শহরের মিডিয়া হাউসের অফিসকক্ষে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি।</p> <p>সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলার সিংগাবরনা ইউনিয়নের পাঁচমেঘাদল গ্রামের আব্দুল হাকিমের মেয়ে লাকী। তিনি জানান, পারিবারিকভাবে ২০১৭ সালে একই গ্রামের মৃত হাশেম আলীর ছেলে সোহাগ মিয়ার সঙ্গে তার  বিয়ে হয়। </p> <p>তিনি আরো জানান, বিয়ের পর তথ্য গোপন করে ২০১৯ সালে পুলিশের চাকরি হয় সোহাগ মিয়ার। এ সময় চাকরির কথা বলে তার বাবার কাছ থেকে ছয় লাখ টাকা যৌতুক নেন তিনি।</p> <p>লাকী বলেন, ‘আরো টাকা দাবি করলে তার পরিবার টাকা দিতে অপারগতা প্রকাশ করে। টাকা না পেয়ে তিনি বিভিন্ন সময় আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে বাসা থেকে বের করে দেন তিনি। আমি তার বিরুদ্ধে একটি মামলা করলে তিনি আর কখনো যৌতুক চাইবেন না এবং নির্যাতন করবেন না মর্মে মুচলেকা দিয়ে আমাকে নিয়ে যান। কয়দিন যেতে না যেতেই আবার শারীরিক ও মানসিক নির্যাতন করে ভাড়া বাসা থেকে আমাকে তাড়িয়ে দেন তিনি। আমি ২০২১ সাল থেকে বাবার বাড়িতে মানবেতর জীবন যাপন করছি।’ </p> <p>ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিচার চেয়ে তিনি আরো বলেন, আমি জানতে পেরেছি, সোহাগ আরেকটি বিয়ে করে সংসার করছেন। এমনকি এক সন্তানও রয়েছে। আমাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার পর আর কখনো যোগাযোগ ও ভরণপোষণ করেননি তিনি।</p>