<p style="text-align:justify">ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, আমরা দেশ শাসন করতে আসিনি, দেশ পরিষ্কার করতে এসেছি। আমরা ব্যর্থ হলে রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়বে। আমাদের ওপর আস্থা রাখুন।</p> <p style="text-align:justify">সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদরাসা মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইন বলেন, আমরা অত্যন্ত নাজুক মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। রিজার্ভ নাই, রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইনশৃঙ্খলার অবনতি-এমন একটি মুহূর্তে আমরা রাষ্ট্রভার গ্রহণ করেছি। পরিস্থিতি ক্রমে উন্নতি হচ্ছে। </p> <p style="text-align:justify">তিনি বলেন, আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি, নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো হবে। সব দল সমান সুযোগ পাবে। আমরা আমাদের সম্পদের হিসাব জমা দিয়েছি, দায়িত্ব ছাড়ার পর এক টাকাও আমাদের সম্পদ বাড়বে না। বিগত বহু বছর দেশের মানুষ নির্বাচন কী জিনিস, তা দেখেনি। দিনের আলোতে একটা স্বচ্ছ ও সুন্দর নির্বাচন আয়োজন করা হবে। আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব।</p> <p style="text-align:justify">নানুপুর জামিয়া ওবাইদিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-কুতুব উদ্দিন নানুপুরী, মো. আইয়ুব বাবুনগরী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ প্রমুখ। </p>