<p>ডিগ্রি নেই, অথচ বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে দুইজনের কাছ দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।</p> <p>সোমবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন এ আদেশ দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728913979-7819d64b662f3e8be6157c67fe5042a9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/14/1435105" target="_blank"> </a></div> </div> <p>দণ্ডপ্রাপ্তরা হলেন, শহরের মোক্তারপাড়ার শামীম আই কেয়ারের শামীম আহম্মেদ ও দরগাহ রোডের চক্ষু সেবা কেন্দ্রের আব্দুল্লাহ আল মামুন সরকার।</p> <p>নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন বলেন, চক্ষু চিকিৎসার কোনো ডিগ্রি না থাকলেও ওই দুই ব্যক্তি নিজেরা প্রতিষ্ঠান খুলে দীর্ঘদিন যাবত রোগী দেখা এবং ব্যবস্থাপত্র দিয়ে প্রতারণা করে আসছিলেন। এ অবস্থায় ওই দুই চক্ষু সেবা কেন্দ্রে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও শামীম আই কেয়ার নামের প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।</p> <p>অভিযানকালে সিরাজগঞ্জ এনএসআই কার্যালয়ের যুগ্ম-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সিরাজগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের প্রধান লে. কর্নেল নাহিদ আল আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ও মেডিক্যাল অফিসার ডা. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।</p>