<p>চাঁদাবাজি ও জমিদখলের মামলায় গ্রেপ্তারকৃত ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম সুজনের আবারও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।</p> <p>আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতে তোলা হলে ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন এই আদেশ প্রদান করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কত টাকা বেতন পেতেন চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729150226-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কত টাকা বেতন পেতেন চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/17/1436075" target="_blank"> </a></div> </div> <p>গত ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ এনে ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাজহারুল ইসলাম সুজনের বাবা সাবেক এমপি দবিরুল ইসলামকে প্রধান আসামি করে মোট ২৮ জনের নামে একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকার পতন পর্যন্ত জামায়াত-শিবির ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে : জয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729141278-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকার পতন পর্যন্ত জামায়াত-শিবির ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে : জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/17/1436051" target="_blank"> </a></div> </div> <p>বাদীপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন জানান, মামলায় দবিরুল ইসলামের বয়স বিবেচনা ও অসুস্থতার জন্য তার রিমান্ডের আবেদন স্থগিত করেছেন আদালত। একই মামলায় দবিরুলের ছেলে মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় বাদীপক্ষ সুজনের রিমান্ড চেয়েছিল কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। একটি সুনির্দিষ্ট মামলায় আদালতের এই আদেশে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।</p> <p>মামলার বাদী হাবিবুর রহমান বাবলু জানান, এই মামলায় ন্যায়বিচার না হয়ে পক্ষপাতিত্ব করা হচ্ছে।</p>