<p>চট্টগ্রামের বাঁশখালীতে ভিসার টাকা ফেরত চাওয়ায় মনজুর আলম প্রকাশ বাবুল (৪২) নামের ওমানফেরত এক প্রবাসী ছুরিকাঘাতে খুন হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) ছনুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছেলবন এলাকার লবণমাঠে এই ঘটনা ঘটে। খুনের অভিযুক্ত মো. সোহেল রানাকে (২৮) গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।  </p> <p>মনজুর আলম প্রকাশ বাবুল ছনুয়া ইউনিয়নের মধুখালী এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত দলিলুর রহমানের ছেলে।</p> <p>নিহতের পরিবার সূত্র জানায়, সোহেলের কাছ থেকে তিন বছর আগে সাড়ে তিন লাখ টাকা দিয়ে একটি ভিসা নিয়ে ওমানে যান মনজুর আলম। বিদেশে গিয়ে চাকরি দেওয়ার কথা থাকলেও কোনো চাকরি দেননি সোহেল। এক বেলা খেতে দিলেও দুই  বেলা খেতে দিতেন না। এমনকি বাসার ওয়াই-ফাই লাইনও বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যাতে দেশে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারে। অবশেষে চট্টগ্রাম জেলার রাউজান এলাকার কিছু প্রবাসীর সহযোগিতায় দেশে চলে আসেন মনজুর। </p> <p>নিহতের ছোট ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ মনছুর আলম বলেন, ‘আমার ভাই দেশে এসে ভিসার টাকা জন্য আদালতে মামলা করেন। মামলা চলাকালে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি সমাধানের চেষ্টা করলেও মো. সোহেলের পরিবার রাজি হয়নি। শুক্রবার সকালে ভিসার টাকা ফেরত দেওয়ার কথা বলে তাদের এলাকায় ডেকে নেয়। সেখানে কথা-কাটাকাটির এক পর্যায়ে আমার ভাইকে ছুরিকাঘাত করে। এ সময় আমার ভাইয়ের চিৎকারে এলাকার লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন পাশের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ </p> <p>এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ছুরিকাহত মনজুরকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।</p>