<p style="text-align:justify">শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিশৃঙ্খলা যেন না হয়, সে বিষয়টি মাথায় রেখেই সাকিব আল হাসানকে দেশে না ফিরতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে অনুরোধ করা হয়েছিল। </p> <p style="text-align:justify">শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার আয়োজিত চট্টগ্রামের বিভিন্ন দপ্তর, অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিবৃন্দের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।</p> <p style="text-align:justify">ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাকিব ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার প্রতি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তাই অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয়, সে বিষয়টি বিবেচনা করে তাকে দেশে না ফেরার অনুরোধ জানানো হয়েছিল।</p> <p style="text-align:justify">তিনি বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লীগকে (বিপিএল) সামনে রেখে ঢাকা-চট্টগ্রামসহ দেশের স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই খাতে ৩১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">সভায় ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি খাতের বিভিন্ন সমস্যা, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।</p> <p style="text-align:justify">দ্রব্যমূল্যের বাড়তি দামের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা নিজেরাই বলছেন, বিভিন্ন হাত বদল হওয়ায় দাম বাড়ছে। তাহলে আপনার নিজেরা কেন সরাসরি কৃষক থেকে পণ্য কিনে সেগুলো স্বল্প লাভে বাজারে সরবরাহ করছেন না? এটাও একটা ব্যবসা। সামাজিক ব্যবসার মাধ্যমে সিন্ডিকেট ভাঙতে বাধ্য হবে।’</p> <p style="text-align:justify">এর আগে সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এম এ আজিজ স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা। স্টেডিয়াম দুটিতে যেসব জরুরি সংস্কার প্রয়োজন, সেসব কাজ দ্রুত শুরু করতে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) নির্দেশনা দিয়েছেন তিনি। আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণ মাঠে গড়ানোর কথা। এর আগেই স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন তিনি।</p> <p style="text-align:justify">এ বিষয়ে আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে বলা হয়, ‘আফসোসের নাম চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। ১৯ বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ এখানে হয়েছে। রক্ষণাবেক্ষণ নেই, মাঠের বেহাল অবস্থা। গ্যালারি, মাঠ কিংবা প্রবেশপথ, তাকানো যাচ্ছে না কোনো দিকেই। বিপিএলের সময় বিদেশি ক্রিকেটাররা এখানেও আসেন অনুশীলন করতে। এবার সংস্কারের ছোঁয়া পড়বে এখানেও।’</p>