<p>পার্থে বোর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে গেছে ভারত। অজি পেসারদের বোলিং দাপটে পুরো দুই সেশনও টিকেনি ভারতের ইনিংস।<br />  <br /> টসে জিতে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৫ রান উঠাতেই যশস্বী জয়সোয়ালের উইকেট হারায় ভারত। এর পর শূন্য রানে ফিরে যান দেবদূত পাডিক্কালও। শূন্য রানে প্রথম দুই ব্যাটার আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারলেন না বিরাট কোহলিও। হ্যাজলউডের বলে ক্যাচ আউট হওয়ার আগে নিজের রানের খাতায় যোগ করতে পেরেছেন মাত্র ৫ রান। ভারতের চতুর্থ উইকেটের পতন হয় ৪৭ রানে  লোকেশ রাহুলের বিদায়ে। এর পর ৪ উইকেটে ৫১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত। </p> <p>লাঞ্চ বিরতি থেকে ফিরেও ভারতের উইকেট মিছিলে চলতে থাকে। তৃতীয় ওভারেই ভারত হারায় ধ্রুব জুরেলের উইকেট। ওয়াশিংটন সুন্দরও টিকতে পারেনি বেশিক্ষণ। সপ্তম উইকেটে অভিষিক্ত নীতিশ রেড্ডির সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন ঋসভ পন্ত। ১২১ রানে ৩৭ রান করা পন্তের উইকেটের পতনের পর বেশিদূর এগাতে পানেনি রেড্ডিও। ৪১ রান করেন এই ব্যাটার। শেষ ইইকেট হিসেবে বুমরার আউটের আগে ভারত হারায় হার্ষিত রানার উইকেটও। অলআউট হয় ১৫০ রানে। </p> <p>অস্ট্রেলিয়ার হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন জস হ্যাজলউড। মিচেল স্টার্ক, মিচেল মার্শ ও প্যাট কামিন্স নিয়েছেন ২টি করে উইকেট। </p>