<p style="text-align:justify">ফরিদপুরের কানাইপুর লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা শাহাজাহান বেপারীকে (৫৫) হত্যার দায়ে তার ছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে নিহতের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।</p> <p style="text-align:justify">সোমবার (২১ অক্টোবর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নিহতের ছেলে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের শাওন বেপারি, একই ইউনিয়নের করিমপুর উত্তরপাড়ার মো. শামীম মোল্লা ও মো. আকমল মোল্যা। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।</p> <p style="text-align:justify">এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে নিহতের স্ত্রী রাশিদা বেগমকে (৬০)। তাকেও যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।</p> <p style="text-align:justify">রায় ঘোষণার সময় নিহতের ছেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাওন বেপারি ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামিদের পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।</p> <p style="text-align:justify">ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের পিপি নওয়াব আলী মৃধা বলেন, আদালত নিহতের ছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও নিহতের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকি চার আসামিকে বেকসুর খালাস দেন দিয়েছেন। এ রায়ে দেশে অপরাধ প্রবণতা কমে আসবে এবং সমাজে শৃঙ্খলা ফিরে আসতে ভূমিকা রাখবে। </p> <p style="text-align:justify">তিনি বলেন, হত্যাকারী আপনজন হলেও আইনের হাত থেকে কারো রেহাই পাওয়ার সুযোগ নেই।</p>