<p style="text-align:justify">শপথ গ্রহণের পর ঢাকা থেকে ফিরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমি ৭০ লাখ মানুষের চট্টগ্রাম শহরের নগর পিতা নয়, সেবক হতে চাই। শহরে সকল ধর্মের, জাতির, বর্ণের মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। সবার সহযোগিতা চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিভ্রান্ত করে এমন তথ্য নয় : ইফতেখারুজ্জামান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730862706-c22febb739158ebfd895fcb43d8f3d03.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিভ্রান্ত করে এমন তথ্য নয় : ইফতেখারুজ্জামান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/06/1443351" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">গতকাল মঙ্গলবার দুপুরে ট্রেনে করে চট্টগ্রাম আসার পর নগরের পুরাতন রেলস্টেশন চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ডা. শাহাদাত এসব কথা বলেন। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সভাপতি।</p> <p style="text-align:justify">নগরবাসীর উদ্দেশে মেয়র আরো বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আসুন সবাই মিলে এই শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি’ হিসেবে গড়ে তুলি। আমাকে একটু সময় দিন, আমি যে কথা দিয়েছিলাম, তা অক্ষরে অক্ষরে পালন করব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্যবসা খাতে অস্থিরতা, ব্যাংক থেকে আমানত তুলে নিচ্ছেন গ্রাহক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730862303-91293e122223f0c091e4ed4e50bfc7a2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্যবসা খাতে অস্থিরতা, ব্যাংক থেকে আমানত তুলে নিচ্ছেন গ্রাহক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/06/1443350" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">নিজ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে চসিক মেয়র বলেন, ‘আপনাদের প্রতি আমার যে ঋণ তা কিভাবে শোধ করব জানি না। শহরের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীরা প্রায় ১৮ বছর ঘরে থাকতে পারেননি। আপনাদের অসহায়ত্ব আমি দেখেছি। গুম, মামলা, নির্যাতনের শিকার ও আসামি হয়েছেন, তবু কেউ বিএনপির আদর্শ ছাড়েননি।’</p> <p style="text-align:justify">সাংবাদিকদের প্রতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আপনাদের কথা বলার স্বাধীনতা না থাকার পরেও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এবং তাঁদের ওপর হামলার তথ্য আপনারা তুলে ধরেছেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চলছে ভোট গণনা, এগিয়ে ট্রাম্প" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730861411-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চলছে ভোট গণনা, এগিয়ে ট্রাম্প</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/06/1443348" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এর আগে নতুন মেয়র তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ নেতাদের ধন্যবাদ জানান।</p> <p style="text-align:justify">সংবর্ধনা অনুষ্ঠানের পর নগরে হজরত শাহ আমানত (রহ.)-এর মাজার জিয়ারত করেন চসিকের নতুন মেয়র। এরপর বিকেলে লালদীঘিপারের চসিক লাইব্রেরি ভবনের সম্মেলনকক্ষে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়সভা করেন তিনি। পরে একই স্থানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে অনলাইনে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730861237-c959ed19cc0fb9cd877df8617f3aa252.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে অনলাইনে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/11/06/1443347" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সন্ধ্যায় টাইগারপাসে নগর ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন মেয়র।</p>