<p>চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লাক আদর্শ কলেজের কমিটি নিয়ে বিরোধে কলেজ সভাপতিকে লাঞ্চিতের অভিযোগ উঠেছে বিএনপির একপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা ওই সভাপতি থেকে জোরপূর্বক পদত্যাগ পত্র নেওয়ার চেষ্টা করেন। রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ফরিদগঞ্জ উপজেলা পরিষদ গেইটে এ ঘটনা ঘটে। </p> <p>খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কলেজ সভাপতি মাহবুব মোর্শেদ কচিকে উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে নিরাপদে পৌঁছে দেন তারা।</p> <p>কলেজ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে গল্লাক আদর্শ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন মাহবুব মোর্শেদ কচি। তারপর  থেকে বিএনপির একপক্ষের নেতা এম এ হান্নানের অনুসারীরা তার বিরোধিতা করে আসছেন। রবিবার কলেজ কমিটির সভা ছিল। সেই সভাকে কেন্দ্র করে এম এ হান্নানের সমর্থকদের হাতে লাঞ্ছিত হন তিনি।</p> <p>এ ঘটনার বিচার চেয়ে দুপুরে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মাহবুব মোর্শেদ কচি। তিনি বলেন, ‘আজ সকালে কলেজের অধ্যক্ষের কক্ষে পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে এম এ হান্নানের সমর্থকরা আমার ওপর হামলার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ সরকারকে বিষয়টি অবগত করি। তখন তিনি উপজেলা পরিষদে এসে সভা করার অনুরোধ করেন। আর সেখানে যাওয়ার পর পরিষদের গেইটে আবার হামলার চেষ্টা করে এম এ হান্নানের সমর্থকরা। উপজেলা পরিষদে গেলে সেখানে তারা আমার থেকে পদত্যাগ পত্র দাবি করেন এবং জোর করে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমাকে উদ্ধার করে।’</p> <p>এদিকে উপজেলা পরিষদ চত্বরের বাইরে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাহবুব মোর্শেদ কচি নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও সেনাবাহিনীর লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন। সেখানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। </p> <p>মাহবুব মোর্শেদ কচি বিএনপির সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের সমর্থক। তার বাবা বিএনপি নেতা মো. শাহজাহান পাটোয়ারী ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। </p> <p>এ ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপি থেকে নির্বাচিত সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ।</p>