ঢাকা, বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
১৩ চৈত্র ১৪৩১, ২৬ রমজান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
১৩ চৈত্র ১৪৩১, ২৬ রমজান ১৪৪৬

সিন্ডিকেটের কব্জায় চালের বাজার

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ
অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ
শেয়ার
সিন্ডিকেটের কব্জায় চালের বাজার
সংগৃহীত ছবি

উত্তপ্ত হয়ে উঠেছে ঝিনাইদহের চালের বাজার। দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। হঠাৎ করেই চালের দাম বেড়ে যাওয়ায় নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষেরা চরম বিপাকে পড়েছেন। চালকল মালিকরা বলছেন, দেশের বিভিন্ন ধানের সরবারহ কমের কারণে চালের দাম বেড়ে গেছে।

সেই সঙ্গে ধানের দাম মণ প্রতি বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। এছাড়া রয়েছে ধানের সংকট। অন্যদিকে খুচরা বিক্রেতা বলছেন, হঠাৎ করে মোটা চালের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে চালকল মালিক ও কতিপয় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছে।

জানা যায়, দুই সপ্তাহ আগে ঝিনাইদহের বাজারে প্রতি কেজি স্বর্ণা চালের দাম ছিল ৪৮ থেকে ৫০ টাকা কেজি।

তা এখন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৭ টাকায়। কাজললতা ৫৬ থেকে ৫৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকায়। আর সরু চাল মিনিকেট ৬৮ থেকে এখন ৭৪ টাকা। এদিকে বাসমতি বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯২ টাকায়।
যা আগে বিক্রি হয়েছিল ৮৫ থেকে ৮৮ টাকায়।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা, হামদহ ও ওয়াপদা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এ ছাড়া  কাজলতা ৬৫, ২৮, ৬৫, মিনিকেট ৭৪ ও বাসমতি চাল আকারভেদে ৯০ থেকে ৯২ টাকায় বিক্রি হচ্ছে।

আরো পড়ুন
সূর্যের দেখা নেই, শীতে কাবু রংপুরের জনজীবন

সূর্যের দেখা নেই, শীতে কাবু রংপুরের জনজীবন

 

ওয়াপদা বাজারে চাল কিনতে আসা চা দোকানি বাবু মিয়া বলেন, ‘গত বছর যে চাল ৪০ টাকায় কিনতাম তা এখন ৫৫ টাকা করে কিনতে হচ্ছে। সরকার অনেক জায়গায় অভিযান চালাচ্ছে টিভিতে দেখি।

তবে চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো অভিযান চালাতে দেখি না।’

আরেক চাল ক্রেতা আব্দুস সালাম বলেন, ‘আগের চেয়ে কেজি প্রতি ৭ টাকা বেশি দামে চাল কিনলাম। ব্যবসায়ীরা তাদের খেয়াল খুশিমতো চালের দাম বাড়িয়েই যাচ্ছেন। প্রশাসন এখন পর্যন্ত এদিকে নজর দিচ্ছে না।’

নতুন হাটখোলা বাজারের চাল ব্যবসায়ী আসাদুর রহমান বলেন, ‘মাস দেড়েকে আগে হঠাৎ করেই মিনিকেট ও বাসমতি চালের দাম বেড়ে গিয়েছিল। আবার নতুন করে কোনো নির্দেশনা ছাড়াই ১৫ দিন আগে মোটা চালের দাম কেজি প্রতি ৭ থেকে ৯ টাকা বাড়িয়ে দিয়েছে চালকল মালিকরা। তারা সিন্ডিকেট করে যখন যা ইচ্ছে তাই করে। এজন্য ক্রেতাদের সঙ্গে আমাদের বিবাদে জড়াতে হয়।’

আরো পড়ুন
জবি ছাত্রশিবিরের সভাপতি আসাদুল, সেক্রেটারি রিয়াজুল

জবি ছাত্রশিবিরের সভাপতি আসাদুল, সেক্রেটারি রিয়াজুল

 

হামদহ এলাকার মুদি ব্যবসায়ী উজ্জ্বল কুমার বলেন, ‘আড়ত থেকে বেশি দামে চাল কিনে এনে আগের মতো বিক্রি করতে পারছি না। আমাদের কাছে থেকে সাধারণত নিম্নআয়ের মানুষেরা চাল কেনেন। কয়েকদিন ধরে চাল বিক্রি অনেক কমে গেছে।’

সদর উপজেলার শুভ অ্যাগ্রো প্রগতি অটো রাইস মিলের মালিক তপন কুমার, ‘পরিবহন, শ্রমিক ও বিদ্যুতের দাম যেভাবে বাড়ছে সে তুলনায় চালের দাম বাড়েনি। এ ছাড়াও হঠাৎ করে ধানের দামও বেড়ে গেছে। তাই কয়েক প্রজাতির চালের দাম কেজি প্রতি খুবই সামান্য বাড়ানো হয়েছে।’

জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বাজারে আগের মতো ধান পাওয়া যাচ্ছে না। ফলে চাল ভোক্তাদের চাহিদা অনুযায়ী আমরা উৎপাদন করতে পাচ্ছি না। এজন্য চালের দাম অল্প কিছু বেড়েছে। আমাদের এখানে অবৈধ মজুতদার ও সিন্ডিকেট নেই।’

ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, ‘আমাদের পক্ষ থেকে কঠোরভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। সিন্ডিকেট ও অবৈধ মজুতদারদের সন্ধান পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, ঝিনাইদহের ছয় উপজেলায় ১৬টি অটো রাইস মিলসহ মোট ২৭০টি চালকল রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ময়মনসিংহে কথা কাটাকাটির জেরে যুবককে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
ময়মনসিংহে কথা কাটাকাটির জেরে যুবককে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় কথা কাটাকাটির জেরে এক যুবককে শরতা দিয়ে বুকে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম সাজিদ মিয়া (২৩)।

গতকাল বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টায় এ হত্যাকাণ্ড ঘটে। তিনি নগরীর কাচিঝুলি হামিদ উদ্দিন রোডের আবুল কালাম আজাদ মিয়ার ছেলে।

আরো পড়ুন
দরিদ্র ও এতিম মাদরাসাছাত্রদের জন্য শুভসংঘের ব্যতিক্রমী উদ্যোগ

দরিদ্র ও এতিম মাদরাসাছাত্রদের জন্য শুভসংঘের ব্যতিক্রমী উদ্যোগ

 

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘শফিক মিয়ার ছেলে মন্টি মিয়া ও নিহত সাজিদ মিয়া একই এলাকার বাসিন্দা। তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মন্টি মিয়া সাজিদকে সুপারি কাটার শরতা দিয়ে বুকের মধ্যে আঘাত করে। এতে গুরুতর আহত হয় সাজিদ।

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘ঘটনার পরপরই ঘাতক পালিয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে নিহত সাজিদের চাচা নূরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বিস্তারিত পরে জানা যাবে।’

মন্তব্য

জবির ৩৫০ কর্মচারীকে ঈদ উপহার দিল ছাত্রশিবির

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
জবির ৩৫০ কর্মচারীকে ঈদ উপহার দিল ছাত্রশিবির
ছবি: কালের কণ্ঠ

মহান স্বাধীনতা দিবস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৫০ কর্মচারীকে ঈদ সামগ্রী উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ে শহীদ সাজিদ ভবনের নিচে কর্মচারীদের এ ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী নুরুল ইসলাম সাদ্দাম। 

তিনি বলেন, 'ইসলামী ছাত্রশিবিরের মানবিক ও কল্যাণমূলক কাজের অংশ হিসেবেই আমরা বছরজুড়ে নানা উপলক্ষ্যে এমন উপহার সামগ্রী প্রদানের কর্মসূচি পালন করে থাকি।

অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ভাই ও বোনেরা শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকেন। আমরা তাই আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছি।'

তিনি আরো বলেন, 'স্বাধীনতার সুফল ভোগ করতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আয় বৈষম্যরোধে যাকাতভিত্তিক অর্থনীতির ওপর গুরুত্বারোপ করতে হবে।'

শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের যারা চতুর্থ শ্রেণির কর্মচারী এবং দৈনিক কাজ করেন তারা আসলে খুবই কম টাকা বেতন পান।

তাতে সংসার চালিয়ে ঢাকায় থেকে অনেক কষ্টসাধ্য ব্যাপার। ঈদ আসলে সবার মনে একটি আনন্দের অনুভূতি নিয়ে আসে। আমরা চাই ঈদের সেই খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক। তাই বরাবরের মতোই এবারও আমরা কর্মচারীদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি।
'

উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, 'ক্যাম্পাসে যারা নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন তারা নিম্ন বেতনের। আমরা তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। ক্যাম্পাসে কর্মচারীদের শীতবস্ত্র, রোজার ইদে উপহার সামগ্রী ও কুরবানীর গোশত বিতরণ এর আগেও আমরা করেছি। কিন্তু এবছর ছাত্রলীগ না থাকায় প্রকাশ্যে করার সুযোগ হয়েছে।'

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ডক্টর আব্দুল মান্নান, জবি শিবিরের সাবেক সেক্রেটারি সুলতান আহমেদ, অফিস সম্পাদক রবিউল ইসলামসহ বর্তমান শাখা সেক্রেটারিয়েটবৃন্দ।

মন্তব্য

ফেনীতে উদ্বোধন হলো জুলাই ২৪ শহীদ চত্বর

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি
শেয়ার
ফেনীতে উদ্বোধন হলো জুলাই ২৪ শহীদ চত্বর
ছবি: কালের কণ্ঠ

জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানে গণহত্যায় ফেনীতে নিহতদের স্মরণে নির্মিত হয়েছে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’। ফেনী সদর হাসপাতালের সামনে চৌরাস্তা মোড়ে নির্মিত এই শহীদ চত্বরে ফেনীতে আন্দোলনে নিহত ১০ জনের স্মৃতিফলক স্থাপন করে ফেনী পৌরসভা।  

শহীদ চত্বরে ‘জেনারেশন জি’ (ZG) ইংরেজি বর্ণের মাঝে বাংলাদেশের সবুজ মানচিত্র শোভা পাচ্ছে। দৃষ্টিনন্দন এই চত্বরটি নির্মাণে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে করেছে ফেনী পৌরসভা।

 স্বাধীনতা দিবসের দিন বিকেলে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

এ সময় পৌর পরিষদের প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, শহীদদের পরিবারের সদস্যবৃন্দ, আহত ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিপূর্বে এই চত্বরটি ‘শহীদ একরাম চত্বর’ নামে পরিচিত ছিল। ২০১৪ সালের নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও আগুনে পুড়িয়ে নিজ দলীয় লোকজন হত্যা করেছিল।

এ হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি।

মন্তব্য

টঙ্গীতে হঠাৎ আগুনে পুড়ল ২ বাস

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
টঙ্গীতে হঠাৎ আগুনে পুড়ল ২ বাস
ছবি : কালের কণ্ঠ

টঙ্গীর একটি গ্যারেজে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে দুটি বাস। পার্কিংয়ে থাকা বাস দুটিতে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার(২৬ মার্চ) রাত ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন খা পাড়া রোডে একটি গ্যারেজে পার্কিং করা অবস্থায় ভিক্টর পরিবহনের দুটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রথমে একটি গাড়িতে আগুন লেগে গাড়ির ভেতরে সব কিছু পুড়ে গিয়ে পাশে পার্কিং করা অপর আরেকটি গাড়িতে আগুন লাগে। 

পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এলাকার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

টঙ্গী পশ্চিম থানার  উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ