<p style="text-align:justify">চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দরে দায়িত্বরত পুলিশ ও এনএসআই দল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ আজ রবিবার সকালে বিষয়টি জানিয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেকৃবিতে এখনো বিদ্যমান কোটা পদ্ধতি, সংস্কারের আশ্বাস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736657500-0daca5bcbba4d90c6d8e8dcd78002d8b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেকৃবিতে এখনো বিদ্যমান কোটা পদ্ধতি, সংস্কারের আশ্বাস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/12/1467743" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">গ্রেপ্তার ব্যক্তির নাম ইফতেখারুল আলম রনি। তার বাড়ি ফেনীর ফজিলপুর ৭ নম্বর ওয়ার্ডে। পিতার নাম নুরে জামান।</p> <p style="text-align:justify">চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, শনিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দর এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ও এনএসআই দল মানবপাচারের অন্যতম হোতা ইফতেখারুল আলম রনিকে গ্রেপ্তার করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টানাপড়েনে সময় কাটছে পুলিশের, চেষ্টা জনগণের বন্ধু হওয়ার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736654355-b641b45580ccefa5323034f81b1083c4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টানাপড়েনে সময় কাটছে পুলিশের, চেষ্টা জনগণের বন্ধু হওয়ার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/12/1467738" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটযোগে দুবাই যাচ্ছিলেন। রনি মানবপাচারের সঙ্গে জড়িত এবং এ চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল নম্বর-২, জেলা ও দায়রা জজ, কুমিল্লায় একটি মামলা চলমান রয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736657209-15a7bfcf08d4a38fad6d798e02461165.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/12/1467742" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify"><br /> এ ছাড়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় রনির বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে আজ রবিবার একটি মামলা করা হয়েছে। এ মামলার এজাহার দাখিল করেছে চট্টগ্রাম বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।</p>