<p>‘কাজলরেখা’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় পা রেখেছেন মন্দিরা চক্রবর্তী। প্রথম সিনেমাতেই নিজের লুক-অভিনয় দিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব মন্দিরা। ফ্যাশন নিয়েও খুব সচেতন তিনি। বরাবরই নিজেকে স্টাইলিশ ও নজড়কাড়া লুকে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন এই নায়িকা। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। জানা গেছে দেশটিতে স্থায়ী বসবাসের লক্ষ্যে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। সেটার অনুমোদন পেলেই দেশে ফিরবেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস! পাত্রী কে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736658999-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস! পাত্রী কে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/12/1467747" target="_blank"> </a></div> </div> <p>এদিকে দেশের প্রেক্ষাগৃহে গত বছর মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘কাজলরেখা’। সিনেমাটি ব্যবসায়িক দিক থেকে ব্যর্থ হলেও, অভিনয় দিয়ে আলোচনায় ছিলেন মন্দিরা। এরপর আর কোনো নতুন সিনেমায় দেখা যায়নি তাকে। তবে তার অভিনীত ‘নীলচক্র’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। </p> <p>নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে মন্দিরা বলেন, ‘শিগগিরই দেশে ফিরব। ফিরেই নতুন করে নব উদ্যমে কাজ শুরু করব। গেল বছর আমার অনেক ভালো কেটেছে। সে বছর আমার সিনেমার অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই সর্বস্তরের মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়েছি। তাই নতুন বছরে এসে আমি কোনো আক্ষেপ রাখতে চাই না। আমার জীবনে আক্ষেপ বলে কিছু নেই। তবে এ বছর নিজেকে কাজে ব্যস্ত রাখতে চাই। আর একটি কথা মাথায় রাখব সব সময়, সবাইকে বিশ্বাস করা উচিত নয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় অনুদান দিল ডিজনি ও প্যারামাউন্ট" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736657086-d04cb274a9e95afe6e0c997be424a80a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় অনুদান দিল ডিজনি ও প্যারামাউন্ট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/12/1467741" target="_blank"> </a></div> </div> <p>অভিনয়ের পাশাপাশি মন্দিরা নাচেও বেশ পারদর্শী। কত্থক নাচের জন্য তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ২০১২ সালে ড্যান্স রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’-তে অংশ নিয়ে রানার্স আপ হয়েছিলেন এই অভিনেত্রী।</p>