ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬

কুমিল্লায় ২০০ মণ পলিথিন জব্দ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় ২০০ মণ পলিথিন জব্দ
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লা মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ জানুয়ারি) নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।

এ সময় পরিবেশ অধিদপ্তর কুমিল্লার কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ অভিযানে সহায়তা করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ।

ফরিদুল কালের কণ্ঠকে বলেন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২০০ মণ (আট হাজার কেজি) পলিথিন জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক আবদুর রউফকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ মাল পরিবেশ অধিদপ্তরে সংরক্ষণ করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মুজিবনগর

সীমান্তে এক রোহিঙ্গাসহ ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
সীমান্তে এক রোহিঙ্গাসহ ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ
ছবি: কালের কণ্ঠ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে এক রোহিঙ্গহাসহ ১৫ জনকে পুশ ব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে তাদের মুজিবনগর সীমান্ত এলাকা থেকে পুশব্যাক করা হয়।

আরো পড়ুন

শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে গণশুনানি চলছে

শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে গণশুনানি চলছে

 

জানা যায়, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করার পর অবৈধ ভাবে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর গতকাল মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতার পার করে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়।

পার হয়ে আসা ব্যক্তিরা হলো, পাবনা জেলার চাটমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের শিবাস হালদার (৫০) এবং তার ছেলে হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হরিশপুর গ্রামের সিরাজুল ইসলাম (২০), চাঁপাইনবাবগঞ্জ জেলার নরেন্দ্রপুর থানার আক্কাস আলী (২৮), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারেংপুর গ্রামের শাহিন আলী (২৭),

আরো পড়ুন

নওগাঁয় পিকনিকের বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নওগাঁয় পিকনিকের বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নরেন্দ্রপুর গ্রামের কাজীব আলী (২৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হরিশপুর গ্রামের আব্দুল্লাহ (২৭), পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার বালিয়াপাড়া গ্রামের আজিল সিপাই (৪৫), মায়ানমারের বুতিডং জেলার থাং বাজার থানার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ১৬ নং ক্যাম্পের এইস—৩ ব্লকের বাসিন্দা রিয়াজসহ (২৪) ১৫ জন।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিএসএফ তাদের ১৫ জনকে কাঁটাতার পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। জানা যায় তাদেরকে ভারতের হৃদয়পুর এবং বাংলাদেশের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত বর্ডার দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটা তার পার করে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেয়।

আরো পড়ুন

ভুবনখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ভুবনখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

 

সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করেন। পরে সকালে তারা বিভিন্ন  পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে চলে যান।

মন্তব্য

নওগাঁয় পিকনিকের বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি
শেয়ার
নওগাঁয় পিকনিকের বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ছবি: কালের কণ্ঠ

নওগাঁর ধামইরহাট উপজেলায় পিকনিকের বাসের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিহারিনগর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে নওগাঁ থেক হানিফ পরিবহনের একটি পিকনিকের বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা চালক কামাল রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরো পড়ুন

ভুবনখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ভুবনখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

 

ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য

ইজিবাইক খাদে পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ইজিবাইক খাদে পড়ে প্রাণ গেল কলেজছাত্রের
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় ইজিবাইকটি। ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের সদরপুরে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মহিলা কলেজের সামনে নয়রশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান ওরফে মাহফুজ মাতুব্বর (১৭) ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে।

তিনি সদরপুর সরকারি কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন- ফারুক হোসেন (২৫), ইব্রাহিম (৪২), সাদিয়া (১৯), শাহজাহান (৪৮), আল আমিন (২১)।

স্থানীয়দের বরাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, সকালে মাহফুজ প্রাইভেট পড়তে ইজিবাইকে করে সদরপুর যচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাস্থানে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

এতে মাহফুজসহ পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 
 

মন্তব্য

ভুয়া র‍্যাব পরিচয়ে প্রবাসীর ২১ লাখ টাকা ডাকাতি, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ভুয়া র‍্যাব পরিচয়ে প্রবাসীর ২১ লাখ টাকা ডাকাতি, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রবাসীর ২১ লাখ টাকা ডাকাতির ঘটনার মো. আব্দুল হক স্বপন (৪৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-১১-এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ডেমরার আমিনবাগ বাঁশেরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার স্বপন পিরোজপুরের কাউখালীর ধাবরী এলাকার মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে।

 

আরো পড়ুন

সাংবাদিককে পিটিয়ে বিএনপি নেতা বললেন, 'পেটানো কম হয়ে গেছে'

সাংবাদিককে পিটিয়ে বিএনপি নেতা বললেন, 'পেটানো কম হয়ে গেছে'

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, কুমিল্লার বুড়িচংয়ের আরাগ আনন্দপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু হানি (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিষ্ণুপুর গ্রামের কামাল ভূঁইয়ার ছেলে রাজিব ভূঁইয়া (৩৫) দুবাই প্রবাসী। তারা দুইজন গত ১৪ জানুয়ারি 
ভোরে বাংলাদেশে আসেন। পরে তারা বিমানবন্দর থেকে বের হয়ে একটি প্রাইভেটকার নিয়ে ডলার ভাঙ্গানোর জন্য বাইতুল মোকাররম মার্কেটে যান। 

সেখান থেকে একই তারিখ দুপুরের দিকে রাজধানীর ফ্লাইওভার থেকে এশিয়া লাইন বাসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন।

পরে ওইদিন দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা এলাকায় পৌঁছালে একটি সাদা রংয়ের হাইয়েস গাড়ী তাদের বহনকৃত বাসটির গতিরোধ করে ৩-৪ জন লোক র‍্যাবের কটি পরিহিত অবস্থায় বাসের ভেতর প্রবেশ করে।

আরো পড়ুন

উত্তরায় পিটিয়ে ঝুলিয়ে রাখা সেই দুজনের অবস্থা আশঙ্কাজনক

উত্তরায় পিটিয়ে ঝুলিয়ে রাখা সেই দুজনের অবস্থা আশঙ্কাজনক

 

এরপর তারা নিজেদেরকে র‍্যাব সদস্য পরিচয় প্রদান করে দুবাই প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়ার বিরুদ্ধে মামলা রয়েছে মর্মে জানায়। তখন প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়া জানান যে, তারা বিদেশ থেকে এসেছেন এবং তাদের বিরুদ্ধে কোন মামলা নাই। তখন প্রবাসীদের বাসের ড্রাইভার ঘটনাটি কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করে এবং উপস্থিত লোকজন তাদের পরিচয়পত্র দেখাতে বলে, কিন্তু দুষ্কৃতিকারীরা কোনো পরিচয় না দেখিয়ে প্রবাসী দুইজনকে জোর পূর্বক হাইয়েস গাড়ীতে উঠিয়ে প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়ার হাত পা ও চোখ বেঁধে ফেলে।

 

পরে এলোপাথাড়িভাবে মারধর করে প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়ার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরে তাদের সাথে থাকা নগদ সর্বমোট ১২ লাখ টাকাসহ দুইটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় তারা। পরবর্তীতে দুষ্কৃতিকারীরা প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়াকে অনুমানিক ৩-৪ ঘণ্টা বিভিন্ন স্থানে ঘুরিয়ে ওইদিন সন্ধ্যায় ঢাকা ডেমরা এলাকার একটি পরিত্যাক্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় আবু হানিফ বাদী হয়ে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। 

আরো পড়ুন

ভারতের ৪ কম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ভারতের ৪ কম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

 

ডাকাত মো. আব্দুল হক স্বপনের বিরুদ্ধে ডিএমপি ঢাকার পল্টন থানা একটি পর্ণগ্রাফি মামলাসহ ঢাকার কেরানীগঞ্জ থানায় দুইটি ডাকাতি মামলা পাওয়া গেছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ