নারায়ণগঞ্জের বন্দরে ভুয়া র্যাব পরিচয়ে প্রবাসীর ২১ লাখ টাকা ডাকাতির ঘটনার মো. আব্দুল হক স্বপন (৪৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১১-এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ডেমরার আমিনবাগ বাঁশেরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার স্বপন পিরোজপুরের কাউখালীর ধাবরী এলাকার মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে।
আরো পড়ুন
সাংবাদিককে পিটিয়ে বিএনপি নেতা বললেন, 'পেটানো কম হয়ে গেছে'
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, কুমিল্লার বুড়িচংয়ের আরাগ আনন্দপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু হানি (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিষ্ণুপুর গ্রামের কামাল ভূঁইয়ার ছেলে রাজিব ভূঁইয়া (৩৫) দুবাই প্রবাসী। তারা দুইজন গত ১৪ জানুয়ারি
ভোরে বাংলাদেশে আসেন। পরে তারা বিমানবন্দর থেকে বের হয়ে একটি প্রাইভেটকার নিয়ে ডলার ভাঙ্গানোর জন্য বাইতুল মোকাররম মার্কেটে যান।
সেখান থেকে একই তারিখ দুপুরের দিকে রাজধানীর ফ্লাইওভার থেকে এশিয়া লাইন বাসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন।
পরে ওইদিন দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা এলাকায় পৌঁছালে একটি সাদা রংয়ের হাইয়েস গাড়ী তাদের বহনকৃত বাসটির গতিরোধ করে ৩-৪ জন লোক র্যাবের কটি পরিহিত অবস্থায় বাসের ভেতর প্রবেশ করে।
আরো পড়ুন
উত্তরায় পিটিয়ে ঝুলিয়ে রাখা সেই দুজনের অবস্থা আশঙ্কাজনক
এরপর তারা নিজেদেরকে র্যাব সদস্য পরিচয় প্রদান করে দুবাই প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়ার বিরুদ্ধে মামলা রয়েছে মর্মে জানায়। তখন প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়া জানান যে, তারা বিদেশ থেকে এসেছেন এবং তাদের বিরুদ্ধে কোন মামলা নাই। তখন প্রবাসীদের বাসের ড্রাইভার ঘটনাটি কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করে এবং উপস্থিত লোকজন তাদের পরিচয়পত্র দেখাতে বলে, কিন্তু দুষ্কৃতিকারীরা কোনো পরিচয় না দেখিয়ে প্রবাসী দুইজনকে জোর পূর্বক হাইয়েস গাড়ীতে উঠিয়ে প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়ার হাত পা ও চোখ বেঁধে ফেলে।
পরে এলোপাথাড়িভাবে মারধর করে প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়ার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরে তাদের সাথে থাকা নগদ সর্বমোট ১২ লাখ টাকাসহ দুইটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় তারা। পরবর্তীতে দুষ্কৃতিকারীরা প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়াকে অনুমানিক ৩-৪ ঘণ্টা বিভিন্ন স্থানে ঘুরিয়ে ওইদিন সন্ধ্যায় ঢাকা ডেমরা এলাকার একটি পরিত্যাক্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় আবু হানিফ বাদী হয়ে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আরো পড়ুন
ভারতের ৪ কম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ডাকাত মো. আব্দুল হক স্বপনের বিরুদ্ধে ডিএমপি ঢাকার পল্টন থানা একটি পর্ণগ্রাফি মামলাসহ ঢাকার কেরানীগঞ্জ থানায় দুইটি ডাকাতি মামলা পাওয়া গেছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।