কুমিল্লায় ২০০ মণ পলিথিন জব্দ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় ২০০ মণ পলিথিন জব্দ
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লা মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ জানুয়ারি) নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।

এ সময় পরিবেশ অধিদপ্তর কুমিল্লার কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ অভিযানে সহায়তা করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ।

ফরিদুল কালের কণ্ঠকে বলেন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২০০ মণ (আট হাজার কেজি) পলিথিন জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক আবদুর রউফকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ মাল পরিবেশ অধিদপ্তরে সংরক্ষণ করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

জীবিকার সন্ধানে প্রতি মাসে দেশ ছাড়ছেন ঝিনাইদহের ৮৩৩ যুবক

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
জীবিকার সন্ধানে প্রতি মাসে দেশ ছাড়ছেন ঝিনাইদহের ৮৩৩ যুবক
ছবি: কালের কণ্ঠ

কর্মসংস্থানের জন্য ঝিনাইদহ জেলা থেকে বিদেশ যাওয়ার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতি মাসে এ জেলা থেকে গড়ে ৮৩৩ জন বেকার যুবক কর্মসংস্থানের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন। ফলে ঝিনাইদহ পাসপোর্ট অফিসে প্রতিদিন দীর্ঘ লাইন চোখে পড়ছে। এদের বেশির ভাগই ছাত্র ও বেকার যুবক।

 

বর্তমানে ঝিনাইদহের ১ লাখ ২৪ হাজার নাগরিক বিদেশে কর্মের জন্য অবস্থান করছেন। এর মধ্যে নারী রয়েছেন ১৪ হাজারেরও বেশি।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের তথ্যমতে, গত ৮ বছরে ঝিনাইদহ জেলা থেকে বিভিন্ন দেশে ৫৫ হাজার বেকার যুবক বিদেশ গেছেন। এর মধ্যে অন্তত ৪ হাজার নারী রয়েছেন।

তবে তাদের এই যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে না। বেশির ভাগ ক্ষেত্রে প্রতারিত হয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। 

সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের কর্মশালায় চাকরির জন্য বিদেশ গমনের এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, ২০১৫ সালের পর থেকে এ পর্যন্ত জেলার সদর, হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অন্তত ২৫ যুবক সাগর পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন।

এর মধ্যে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ৩ জন, পিরোজপুর গ্রামের ২ জন, মিয়াকুণ্ডু গ্রামের ৪ জন, মহামায়া ও গাড়ামারা গ্রামের ৮ জন, হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ও সড়াবাড়িয়া গ্রামের ৮ জনসহ একাধিক যুবক রয়েছেন। এর মধ্যে অনেকে লাশ হয়ে ফিরে আসলেও বেশির ভাগ নিখোঁজ রয়েছেন।

জেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল আলীম বলেন, ঝিনাইদহ জেলায় সবশেষ জরিপে ২০ লাখ ৫ হাজার জনসংখ্যা রয়েছে। এর মধ্যে ৩ দশমিক ১ শতাংশ বেকার। সে হিসেবে জেলায় বেকারের সংখ্যা হবে প্রায় ৬০ হাজার।

তবে সরকারি এই জরিপ সঠিক মনে করেন না অনেকেই। কারণ, প্রতিটি বাড়িতেই একাধিক বেকার যুবক রয়েছেন। বাড়ি বাড়ি কর্মক্ষম বেকার যুবক থাকায় দিন দিন সংসারে অশান্তি বেড়ে যাচ্ছে। চাকরি না পেয়ে অনেকে হতাশ হয়ে বিপথগামী হয়েছেন।

শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করেও তিনি চাকরি পাচ্ছিলেন না। তাই ৬ বছর আগে কর্মসংস্থানের জন্য তিনি কুয়েতে গেছেন।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক সামিউল ইসলাম বলেন, এখন যারা বিদেশ যাচ্ছে তাদের মধ্যে মালয়েশিয়া ও সৌদি আরবে যাবার প্রবণতা বেশি। প্রতিমাসে আমাদের জেলা থেকে গড়ে ৮৩৩ জন মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন। বর্তমানে জেলার ৬ উপজেলার লক্ষাধিক মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন।

জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসেন সদর উপজেলার চাপড়ী গ্রামের আব্দুল আলীম। তিনি বলেন, অনার্স পাস করার পর চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। এখন পর্যন্ত কোনো চাকরি পাইনি। তাই বাবার কিছু জমি বিক্রি করে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

এদিকে বেকার যুবকদের ভিসাপ্রাপ্তি সাপেক্ষে ঋণ সুবিধা দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ঝিনাইদহে ব্যাংকের শাখা স্থাপিত হওয়ার পর থেকে ৫ বছরে প্রায় ২ হাজার যুবককে ঋণ সুবিধা প্রদান করা হয়েছে। সে হিসেবে কর্মসংস্থান ব্যাংক থেকে প্রায় ২২ কোটিরও বেশি টাকার ঋণ দেওয়া হয়েছে।

ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলী বলেন, আমাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। যাতে তারা বিদেশে গিয়ে ভালো বেতনে কাজ করতে পারে।

তিনি আরো বলেন, কর্মী হিসেবে যারাই বিদেশে যাবেন, তাদেরই আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে হবে। নইলে দালালের খপ্পরে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সুজন-এর জেলা কিমিটর সভাপতি ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু বলেন, অনেক বেকার যুবকদের মাঠে কাজ করা ছাড়া উপায় থাকে না। ফলে তারা বাধ্য হয়ে বিদেশে যাচ্ছেন। আর এই সুযোগে দালালদের মাধ্যমে বিদেশ পাড়ি দিয়ে প্রতারিত হয়ে দুর্ভোগের শিকার হতে হচ্ছে অনেকেই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়া উচিত।

এ ব্যাপারে জেলা প্রশাসক আব্দুল আওয়াল কালের কণ্ঠকে বলেন, দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে বিদেশ গিয়ে অনেকেই ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। আবার দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয়ে অনেকে সর্বস্ব হারিয়েছেন। তাই বিদেশ গমনের আগে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যেতে হবে। এজন্য বর্তমানে সরকারিভাবে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, দালালদের মাধ্যমে প্রতারিত হওয়ার বিষয়ে আমাদের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

মন্তব্য

ঘুষ নেওয়ার অভিযোগে দুই কারারক্ষী সাময়িক বরখাস্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঘুষ নেওয়ার অভিযোগে দুই কারারক্ষী সাময়িক বরখাস্ত
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করাতে দুই কারারক্ষীর ঘুষ নেওয়ার অভিযোগে জেলা কারাগারের সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ও কারারক্ষী রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়লে কারা কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়। 

ওই ভিডিওতে দেখা যায়, কারারক্ষী রহিম এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলছেন। সেখানে স্বজনের সঙ্গে দেখা করতে টাকা লাগবে এমন দরদাম করছেন।

এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল কারারক্ষী রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য ওই ব্যক্তির কাছ থেকে ৪০০ টাকা গ্রহণ করেন। ভিডিওটি ভাইরালের পর অভিযুক্ত কারারক্ষী আমিনুল ও রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করে বলেন, ওই ভিডিওটি নজরে আসার পর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

দামুড়হুদায় লেগুনার ধাক্কায় ব্যবসায়ী নিহত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
দামুড়হুদায় লেগুনার ধাক্কায় ব্যবসায়ী নিহত
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় লেগুনার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক নিহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত আলী বক্সের ছেলে। তিনি পেশায় ছানা ব্যবসায়ী। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে দামুড়হুদা হাসিনা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজ্জাক রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে চুয়াডাঙ্গা-দামুড়হুদা মহাসড়কের হাসিনা মার্কেটের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাজ্জাক। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম আফরিন জ্যোতি বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। 

মন্তব্য

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ জেলের কারাদণ্ড

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ জেলের কারাদণ্ড
ছবি: কালের কণ্ঠ

নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুর চরভদ্রাসনের পদ্মা নদীর অভয়াশ্রমে জাটকা ইলিশ ধরার দায়ে ৫ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী। 

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. জহির মিয়া, মো. নুরুল ইসলাম, মো. বেনু হোসেন, রুহুল আমিন, এবাদত আলী। এদের বাড়ি দোহার ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

 

জাটকা রক্ষার যৌথ অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক হারুন অর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, ক্ষেত্র সহকারী মুহাম্মদ শামিম আরেফিন, ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) মো. নাহিদুজ্জামান নাহিদ, উপজেলা ভূমি কার্যালয়ের সার্টিফিকেট পেশকার রাসেল মুন্সীসহ চরভদ্রাসন থানা পুলিশ সদস্যরা।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর চর ঝাউকান্দা ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে এসব জেলেদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ২ হাজার মিটার নিষিদ্ধ কোনা জাল, ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১০ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। টাকার অঙ্কে যা প্রায় ১০ লাখ টাকার সমপরিমাণ।

তিনি আরও বলেন, জব্দকৃত নৌকা উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে এবং জাটকাগুলো স্থানীয় বোডিং মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত কোনা ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ