দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি ও এক কিশোর নিহত হয়েছে। জেলার কাহারোল দশমাইল মোড়ে নানি-নাতনি এবং ফুলবাড়ী উপজেলায় এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কাহারোল উপজেলার দশমাইল মোড়ে এবং সাড়ে ৫টার সময় ফুলবাড়ী উপজেলার রাঙ্গামটি বিজিবির ক্যাম্পের সামনে পৃথক দুর্ঘটনায় তাদের প্রাণহানি হয়।
নিহতরা হলেন- সদর উপজলোর রামনগর হীরাহার গ্রামের শরফিুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম (৪০) ও রামডুবি গ্রামরে শুভ ইসলামরে মেয়ে হুমায়রা (২ মাস বয়স)।
তারা সম্পর্কে নানি-নাতনি। অপরজন হলেন- ফুলবাড়ী উপজেলার পলিশিবনগর গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে কিশোর সিমায় (১৩)।
জানা যায়, বিকাল সাড়ে ৩টার সময় রামডুবি এলাকা থেকে নার্গিস বেগম তার মেয়ে ও নাতনিকে নিয়ে অটোরিশকায় করে শহরের রামনগর হিরাহার গ্রামে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-রংপুর মহাসড়কের কাহারোল উপজেলার দশমাইল মোড়ে অদুরে বাস ও অটোরিকশা মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে অটোরিকশার চালকসহ তারা আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নানি নার্গিস বেগম ও তার নাতনি শিশু হুমায়রাকে মৃত ঘোষণা করেন। শিশু হুমায়রার মা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিরেক দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামটি বিজিবির ক্যাম্পের সামনে দিয়ে কিশোর সিমায় হেঁটে যাচ্ছিল।
এ সময় তাকে একটি মোটরসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দিলে সে রাস্তার ওপরে পরে যায়। এ সময় একটি চলন্ত ট্রাক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কিশোর সিমায় মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করেছে।
কাহারোল থানার ওসি রুহুল আমিন ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।