যশোরের চৌগাছার কালের কণ্ঠের প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলকে চোখ উপড়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে। চৌগাছার স্থানীয় সাংবাদিক আজিজুর রহমান তাকে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে।
সাংবাদিক উজ্জ্বল জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চৌগাছা বাজারের মেহেদীর বেকারির পাশে উপজেলা শিক্ষা কর্মকর্তার সামনে চোখ উপড়ে ফেলার হুমকি দেন আজিজুর রহমান।
উজ্জ্বল বলেন, ‘শিক্ষা কর্মকর্তার কফি পানের অনুরোধে দোকানের পাশে কফি পান করছিলাম। এ সময় আজিজুর রহমান ঘটনাস্থলে শিক্ষা কর্মকর্তাকে ধমক দিয়ে বলেন, ওর সাথে বসে আছেন কেন? এ সময় আমি এমন ব্যবহারের কারণ জানতে চাই। এতে আজিজ ক্ষিপ্ত হয়ে চিৎকার দিয়ে আমাকে উদ্দেশ করে বলেন—তোর ভাই মার্ডার হয়েছে। তোর পরিবার মামলা করল কেন? তোর কারণেই মামলা হয়েছে।
’
এ সময় উজ্জ্বল বলেন, ‘হত্যাকাণ্ড ঘটনায় মামলা হবে, তদন্ত হবে। আসামিদের মধ্যে নির্দোষ থাকলে চার্জশিট থেকে বাদও যাবে। তাতে তোমার কী সমস্যা? এ কথা বলায় গালাগাল করেন আজিজ। এক পর্যায় প্রকাশ্যে চোখ উপড়ে নেব, বলে হুমকি দেন আজিজ।
’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাংবাদিক উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হলে আমি কফি পানের অনুরোধ করি। এ সময় আজিজুর রহমান হঠাৎ এসে বাজে ব্যবহার করল। খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের ব্যবহার আশা করিনি।’