সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শহীদ ভবারী প্রসাদ সাহা সরকারি কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সম্প্রতি সারা দেশে খুন, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এ জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
দুপুর সাড়ে ১২টায় কলেজ চত্বর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মির্জাপুর প্রেস ক্লাবের সামনে যায়। পরে সেখানে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন সিদ্দিকী, আজমান আহমেদ, ফাহাদ হাসান, মনিকা আক্তার, অপর্ণা বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই দেশে প্রতিনিয়ত খুন, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ সংঘটিত হচ্ছে। এভাবে নিরাপত্তাহীনভাবে আমরা চলতে পারি না। এই ব্যর্থতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
’