নেত্রকোনার কেন্দুয়া-মদন পাকা সড়কের ভগ্নদশায় ঈদ পরবর্তী সময়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কর্মস্থলে ফেরত যাত্রীরা। প্রায় ছয় কিলোমিটারজুড়ে অসংখ্য গর্তে পানি জমে যান চলাচল অসম্ভব হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া মোড় থেকে মদন উপজেলা সীমানা পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানি জমে রাস্তা অচল হয়ে পড়ে।
গত কয়েকদিন ধরে এই সড়ক দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী যানবাহনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
ঢাকার গার্মেন্টস কর্মী রফিকুল ইসলাম বলেন, ঈদের পর কর্মস্থলে ফিরতে গিয়ে সাউদপাড়া মোড়ে প্রায় দুই ঘণ্টা আটকে ছিলাম। রাস্তার গর্তে পানি জমে সবকিছু অচল হয়ে গিয়েছিল।
স্থানীয় ব্যবসায়ী আবু সাদেক তালুকদার জানান, গত দেড় বছর ধরে এই সড়কের অবস্থা খুবই খারাপ।
প্রায়ই গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটে। গত বুধবারও একটি গাড়ি উল্টে গিয়েছিল।
ইজিবাইক চালক নজরুল ইসলাম বলেন, বৃষ্টি হলে রাস্তায় গাড়ি চালানো খুব কঠিন হয়ে পড়ে। প্রতিদিনই কোনো না কোনো গাড়ি গর্তে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।
কেন্দুয়া উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার স্বীকার করেছেন সড়কটির খারাপ অবস্থার কথা। তিনি জানান, ফান্ডিং স্বল্পতার কারণে দ্রুত সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই সড়ক মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি।
উল্লেখ্য, এই সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক দূরপাল্লার যানবাহন চলাচল করে। ধান মৌসুমে এপথ দিয়ে হাওরাঞ্চলের ধানও দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।
স্থানীয়রা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন।