নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় মসজিদের কার্নিশ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার (১৬ মার্চ) মৌচাক মুক্তা ঝিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পাপ্পু বলেন, 'মুক্তা ঝিল আবাসিক এলাকার একটি মসজিদের কার্নিশের দেয়াল নীলাচলের বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে এলাকাবাসী ও আমরা প্রতিবাদ জানাই এবং তাদেরকে বাস ডিপোটি সরিয়ে নিতে বলি।
বাস কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সমঝোতা করে দুই মাসের সময় নেয়।'
তিনি আরো বলেন, 'বিএনপির বহিষ্কৃত নেতা ইকবাল (সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক) বাহিনীর ক্যাডার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পলাশের নেতৃত্বে ৫০-৬০ জন সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় ফিরোজ নামের আমাদের এক নেতাকে কুপিয়ে জখম এবং ইসমাইল নামের আরেকজনকে তুলে নিয়ে মারধর করে তারা। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।
'
হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, 'ইকবাল এই ডিপো থেকে মাসে ৭০ হাজার টাকা চাঁদা তোলেন। আমরা এই ডিপো সরাতে বলায় তিনি তার বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা করে। আমরা এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। স্বেচ্ছাসেবক দল সব সময় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি।
'
ইকবাল হোসেন বলেন, 'এ ঘটনার আমি কিছুই জানি না। আমি গতকাল থেকে অসুস্থ। তবে শুনেছি, স্বেচ্ছাসেবক দলের নেতারা নীলাচল বাসের কর্তৃপক্ষের কাছে মসজিদের ক্ষতিপূরণের জন্য টাকা চেয়েছে।'
নীলাচল পরিবহনের কর্মকর্তা আবুল হাশেম বলেন, 'আমাদের গাড়ি আসার সময় মসজিদের লাইট ও কার্নিশ ভেঙে যায়। আমরা মিস্ত্রি এনে লাইট ঠিক করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মাহমুদ হাসান পাটোয়ারীর সঙ্গে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তার পক্ষ হয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় আমি সহ হাসান মাহমুদ, আবু সিদ্দিক, বিল্লাল হোসেন নামের চারজন আহত হই। এরপর আমরা ঘটনাস্থল থেকে চলে আসি।'
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নীলাচল বাসের ধাক্কায় একটি মসজিদের কার্নিশ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু দুই গ্রুপের কাউকে আমরা চিহ্নিত করতে পারিনি। এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।