ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে দুই তরুণকে পেটানো কিশোর আশিকসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মোহাম্মদপুরে চাপাতি দিয়ে দুই তরুণকে পেটানো কিশোর আশিকসহ গ্রেপ্তার ৪
সংগৃহীত ছবি

সম্প্রতি চাপাতি দিয়ে দুই তরুণকে পেটাচ্ছে এক কিশোর। তার পাশেই দাঁড়িয়ে একজন ভিডিও করছেন। এসংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি মোহাম্মদপুর এলাকার হওয়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়।

এবার সেই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি আভিযানিক দল। রবিবার সকালে ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্টবেঙ্গল পদাতিক ব্যাটালিয়নের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তার ওই কিশোরের নাম আশিক। সে টুন্ডা বাবুর ভাতিজা।

এই টুন্ডা-বাবু গ্রুপের ছত্রচ্ছায়ায় একটি কিশোর গ্যাং মোহাম্মদপুর এলাকায় নানা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। এদিকে ওই ভিডিওতে থাকা শাহরিয়ার ওরফে টেপা, টুণ্ডা বাবুর ভাই মো. স্বপন ও জাহিদকেও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫২০ পুঁটলি গাঁজা স্টিক, তিনটি বড় সামুরাই, একটি চাপাতি এবং ছোট-বড় আরো ছয়টি ছুরি পাওয়া যায়।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িত টুণ্ডা বাবু গ্রুপ।

টুণ্ডা বাবু ও তার ভাই স্বপন উঠতি বয়সী কিশোর ছেলেদের প্রশিক্ষণ দিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের ভাইরাল করে এ রকম সন্ত্রাসী কার্যক্রমে প্রলুব্ধ করে থাকে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ভোররাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই কিশোর গ্যাং সদস্যদের অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, টুণ্ডা বাবুকে কিছুদিন আগে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারপর থেকে ছোট ভাই স্বপন গ্যাংকে নেতৃত্ব দিয়ে আসছিল।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিলম্বে ছাড়ছে ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিলম্বে ছাড়ছে ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা
সংগৃহীত ছবি

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলো বিলম্বে ছেড়ে যাচ্ছে। কারণ হিসেব কর্তৃপক্ষ জানিয়েছে, কটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় শিডিউল বিপর্যয় ঘটেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১৯ মার্চ) সকালে স্টেশনে প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে। যদিও এখন ঢাকা স্টেশনের আপ ও ডাউন দুটি লাইনই সচল হয়েছে।

বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন। তিনি বলেন, দুপুর ২টায় ঢাকা স্টেশনের আপ ও ডাউন লাইন ক্লিয়ার হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল করছে। কিন্তু ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে।

দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ডাউন লাইনে একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে দুপুর ১টা পর্যন্ত স্টেশন এলাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরবর্তীকালে দুপুর ১টার পর শুধু আপ লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এর ফলে স্টেশনে থাকা ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হয়।

স্টেশনের শিডিউল বোর্ডে বিলম্বের তালিকায় রয়েছে- চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কমিউটার, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস এবং রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস।

প্রাসঙ্গিক
মন্তব্য

আইন প্রণয়নের আগে আলোচনার আহ্বান ধর্ষণ আইন সংস্কার জোটের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আইন প্রণয়নের আগে আলোচনার আহ্বান ধর্ষণ আইন সংস্কার জোটের
সংগৃহীত ছবি

ধর্ষণ ও নির্যাতন বিরোধী আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে এমন ব্যক্তি অথবা বিশেষজ্ঞদের সাথে অংশীজন হিসেবে পূর্ণাঙ্গ ও গভীর আলোচনার আহ্বান জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট (রেপ ল’ রিফর্ম কোয়ালিশন)।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘ধর্ষণ ও নির্যাতন: আইনগত সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি উপদেষ্টা এডভোকেট সালমা আলী, নারী বিষয়ক সংস্কার কমিশন সদস্য ড. মাহীন সুলতান এবং ব্লাস্ট এর আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম।

একেক আইনে ভিকটিমের বয়সে মাপকাঠি ক্ষেত্রভেদে একেক রকম না রেখে বয়স নির্বিশেষে অপরাধকে সংজ্ঞায়িত করতে হবে উল্লেখ করে বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, এসব ক্ষেত্রে মিথ্যা মামলা তো হয়েই থাকে, সেই সাথে অনেক মামলা আপস হয় না হলে টেকনিক্যাল কারণে আর চালানো হয় না। অনেকে আদালতে আসেন না। এসকল জায়গাগুলো নিয়ে কাজ করার দরকার এবং এজন্য এ বিষয়ে আরো বেশি আলোচনা হওয়া উচিত।

একটি ঘটনা ঘটার সাথে সাথে আইন পরিবর্তন করতে হবে- এমন ধারনা থেকে বেরিয়ে আসতে হবে। সেইসঙ্গে, প্রণীত আইনের শাস্তি কতটা কঠোর করা যায় সেটার বদলে শাস্তি কতটা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে সেটিকেই নির্ধারক হিসেবে বেছে নিতে হবে।

প্রয়োজনীয় সংশোধনের সাথে সাথে সমাজকেও সচেতন করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, যে ধর্ষণের মত অপরাধ করে সে এই সমাজের বাইরের কেউ নয়। বেড়ে ওঠার সাথে সাথে এসকল সামাজিক ব্যাধির বিষয় সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে গড়ে তোলার দায় আমাদের।

জনগণ, আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান ও বিচার বিভাগ যদি সচেষ্ট হয়, সুদিন আসবেই।

অধ্যাপক শাহনাজ হুদা বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংস্কারের অবশ্যই দরকার আছে। সেইসঙ্গে ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসবেন তাদের সামাজিকভাবে মেয়েদের নিরাপত্তা দেওয়ার বিষয়টির নিশ্চয়তা দিতেই হবে, এবং এভাবেই এ ধরনের অপরাধ এমনকি বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মত বিষয়গুলো প্রতিরোধ করা যাবে। একটা মেয়ের বিয়ের বয়স কত, সে শিশুর সংজ্ঞায় পড়ে কিনা, তার সম্মতি দেওয়ার সক্ষমতা কতটুকু, শিশুদের প্রতি বিকৃত যৌন আকাঙ্ক্ষা অথবা ‘পিডোফাইল’ এর ধারণা আমাদের দেশে নেই। এ বিষয়গুলো সংস্কারে তুলে আনতে বিশদ আলোচনা হওয়া দরকার।

নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ড. মাহীন বলেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকে বোঝা যাচ্ছে যে তারা এ ব্যাপারে ভাবছেন, কাজ করছেন এবং এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তবে একটি আইন প্রণয়ন করার সময় মনে রাখতে হবে যে, সেই আইনটি এমনভাবে করতে হবে যেন তার দ্বারা আমরা দীর্ঘদিন সুবিচার পেতে পারি। তাই অংশীদারদের সাথে সময় নিয়ে গভীরভাবে আলোচনা করে আইন প্রণয়ন করা উচিত বলে আমি মনে করি।

আলোচনার শুরুতে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশের খসড়া বিষয়ক সুপারিশমালা তুলে ধরেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্লাস্টের লিগ্যাল স্পেশালিস্ট অ্যাডভোকেট আয়েশা আক্তার ও ব্লাস্টের সিনিয়র গবেষণা কর্মকর্তা ফাহাদ বিন সিদ্দিক।

প্রাসঙ্গিক
মন্তব্য

নাম ফিরে পেল ‘জিয়া উদ্যান’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নাম ফিরে পেল ‘জিয়া উদ্যান’

রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যান’-এর নাম পুনর্বহাল করা হয়েছে।

সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’-এর পরিবর্তিত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ‘জিয়া উদ্যান’-এর নাম পরিবর্তন করে ‘চন্দ্রিমা উদ্যান’ রাখা হয়।

তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হয়েছে।

রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান এই জিয়া উদ্যান, যা জাতীয় সংসদ ভবনের পাশেই ৭৪ একর জমির ওপর বিস্তৃত। এখানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি মাজার কমপ্লেক্স। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে এখানে ভ্রমণ ও জিয়ারত করতে আসেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে চিকিৎসাধীন রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে চিকিৎসাধীন রোগীর মৃত্যু
সংগৃহীত ছবি

জাতীয় বার্ন ইনস্টিটিউট ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে চিকিৎসাধীন এক রোগী মারা গেছেন। বুধবার (১৯ মার্চ) সকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাম পলাশ বিশ্বাস (৩২)। তিনি একটি গার্মেন্টে কালার ওয়াশিং প্লান্ট সেকশনে কর্মরত  ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
 
নিহতের ছোট ভাই অলক বিশ্বাস জানিয়েছেন, তার ভাই পলাশ বিশ্বাস টঙ্গীতে একটি গার্মেন্টের কালার ওয়াশিং প্লান্টে কাজ করার সময়ে যেকোনোভাবে তার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গত ৬ মার্চ বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
গত দুই দিন আগে তাকে এইচ ডি-ইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। 

আরো পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

 

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তার ভাইকে দেখে রেস্টে যান তিনি। পরবর্তীতে ভোরে সেখানে কর্তব্যরত নার্সরা পলাশ বিশ্বাস বেডে দেখতে না পেয়ে তার ভাইকে জানান।

পরে খোঁজখবর নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে চানখাঁরপুলসংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে পলাশ বিশ্বাসের মৃতদেহের খোঁজ পায়। 

পরে সিসিটিভি দেখে জানতে পারেন। লোকটি প্রথমে এইচডিইউ থেকে বের হয়ে তৃত্বীয় তলায় যান। ধারণা করা হচ্ছে, সেখান থেকে একটি লিফটে করে ১৫ তলার ছাদে চলে যান। আর সেখান থেকে পড়ে তিনি মারা যান।

 

মাগুরা জেলার মোহাম্মদপুর শিবপুর গ্রামের জয়ন্ত বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস।

মন্তব্য

সর্বশেষ সংবাদ