ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১, ১৯ রমজান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১, ১৯ রমজান ১৪৪৬

পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ছবি : কালের কণ্ঠ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মো. মিজান (২১) নামের এক যুবককে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম ছয় আসামির উপস্থিতিতে এ রায় দেন। এ সময় সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. সালাম হাওলাদার (৫০), মোহব্বত আলী মাঝির ছেলে আলমগীর মাঝি (৫৮), আব্দুল আজীজের ছেলে আব্দুল মালেক হাওলাদার (৬৬), আব্দুল মজিদ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৫৭), আলফাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. আইয়ুব আলী হাওলাদার (৫৮)।

খালাসপ্রাপ্তরা হলেন ওসমান ফরাজি, মিল্লাত হোসেন, জাকির খলিফা, ফয়সাল, মাসুম মৃধা, মাসুদ মৃধা এবং হেমায়েত।

আরো পড়ুন
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা থেকে সকাল ৭টা সেচ পাম্প চালানোর অনুরোধ

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা থেকে সকাল ৭টা সেচ পাম্প চালানোর অনুরোধ

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২ নভেম্বর ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের বাজারে মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির দোকানে একদল ডাকাত ডাকাতির জন্য আসে। এ সময় রফিকুল ইসলাম দোকানে ঘুমিয়ে ছিলেন।

তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাত সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার সময় মিজান গুলিবিদ্ধ হন। পরেরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি ডাকাতি ও হত্যা মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

আরো পড়ুন
লোডশেডিং এড়াতে বিদ্যুৎ বিভাগের পরামর্শ

লোডশেডিং এড়াতে বিদ্যুৎ বিভাগের পরামর্শ

 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়ালিদ হাসান বাবু এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন আহসানুল কবির বাদল।

মন্তব্য

সম্পর্কিত খবর

যশোর

থানা থেকে ধর্ষণ মামলার আসামি ছিনিয়ে নিয়ে মারধর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
থানা থেকে ধর্ষণ মামলার আসামি ছিনিয়ে নিয়ে মারধর
সংগৃহীত ছবি

যশোরে থানা প্রাঙ্গণ থেকে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) ইফতারের আগ মুহূর্তে যশোর কোতোয়ালি মডেল থানায় এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, বুধবার বিকেলে যশোর শহরের খড়কি এলাকার জনৈক রিকশাচালকের পাঁচ বছরের শিশুকন্যাকে তার বাড়িতেই ধর্ষণের চেষ্টা চালায় আরমান নামে এক যুবক। শিশুটির পিতা বাড়িতে গিয়ে টের পেলে পালিয়ে যায় আরমান।

আরো পড়ুন
চৌধুরী নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

চৌধুরী নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

 

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী মো. আরমানকে (১৮) গ্রেপ্তার করে থানায় নেয়। খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রকাশ্যে বিচারের দাবিতে থানা ঘেরাও করে। একপর্যায়ে তারা আরমানকে মারধর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

আরো পড়ুন
রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ বিকেলে

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ বিকেলে

 

ওসি আরো জানান, পরে পুলিশ শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য
সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

এনায়েতপুরে দুই বিএনপি নেতার পদ স্থগিত, তদন্তে কমিটি

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
এনায়েতপুরে দুই বিএনপি নেতার পদ স্থগিত, তদন্তে কমিটি

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রদল নেতার মৃত্যুর পর থানা বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা বিএনপি।  

বুধবার গভীর রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়।

 

পদ স্থগিত হওয়া নেতারা হলেন— এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও একই কমিটির সাবেক সদস্যসচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদার।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ।  

চিঠিতে বলা হয়, এনায়েতপুরে বালুমহাল ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনার প্রাথমিক পর্যায়ে নাম আসায় থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্যসচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদারের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হলো। এ ছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হলো।

কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্তপূর্বক জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।  

দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সাবেক এমপি মেজর (অব.) মঞ্জুর কাদেরের সমর্থকরা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন। কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সমর্থকরা তাতে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে সাত নেতাকর্মী আহত হন।

বুধবার রাতে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুর কাদেরের সমর্থক সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের (৩৫) মৃত্যু হয়। তিনি চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

মন্তব্য

রূপগঞ্জের গ্রীন সিটি মার্কেটে আগুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
রূপগঞ্জের গ্রীন সিটি মার্কেটে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রীন সিটি নামে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (গত রাত) রাত ২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবো বিশ্বরোড এলাকার গ্রীন সিটি মার্কেটে হঠাৎ আগুন লেগে যায়।

আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটে থাকা দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারাবো ব্রিজে যানজটের কারণে ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেনি।
 

কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দিবাগত রাত ২টার দিকে গ্রীন সিটি মার্কেটের আগুন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। ভোর ৪টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত প্যানেল চেয়ারম্যানের মৃত্যু

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় সন্ত্রাসী হামলায় আহত প্যানেল চেয়ারম্যানের মৃত্যু
সংগৃহীত ছবি

সন্ত্রাসী হামলায় আহত খুলনার ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুখ মোল্লা (৪৮) ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বেজেরডাঙ্গা মধ্যপাড়া এলাকায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার।

নিহত ফারুক মোল্লা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা হাসেম মোল্লার ছেলে।

তিনি সদর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। 

ফুলতলা থানার ডিউটি অফিসার এসআই মো. শফিকুল ইসলাম ফারুক মোল্লার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বেলা ১১টার দিকে ফুলতলা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে সদর ইউনিয়ন পরিষদে যান ফারুক মোল্লা। পরে একটি ফোন পেয়ে তিনি মোটরসাইকেলযোগে বেজেরডাঙ্গা রেল স্টেশনের দিকে রওনা হন। মধ্যডাঙ্গা সাবেক সেনা সদস্য মিজানুরের বাড়ির সামনে পৌঁছলে, আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতি রোধ করে।

এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত ভেঙে এবং বাম পায়ের রগ কেটে দেয়। মৃত্যু নিশ্চিত জেনে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে ফারুক মোল্লার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 

এদিকে, নিহত ফারুককে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে ফেলে রাখার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের কাছে গুলিভর্তি একটি রিভলভার উদ্ধার করে বলে জানিয়েছেন ফুলতলা থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান। পুলিশ জানিয়েছে, নিহত ফারুক মোল্লার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি একটি চরমপন্থী দলের সদস্য এবং জেলা পুলিশের ৫ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী।

মন্তব্য

সর্বশেষ সংবাদ