কমলনগরে

গভীর রাতে জমি দখলের চেষ্টা, বাবা-ছেলেকে কুপিয়ে জখম

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
গভীর রাতে জমি দখলের চেষ্টা, বাবা-ছেলেকে কুপিয়ে জখম
ছবি : কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের কমলনগরে কৃষক পরিবারের জমি রাতের আঁধারে দখল চেষ্টার অভিযোগ উঠেছে মো. ইসমাইল নামের এক ‘ভূমিদস্যুর’ বিরুদ্ধে। এতে বাধা দেওয়ায় কৃষক পরিবারের দুই সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। রবিবার গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরকাদিরা এলাকায় এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত কৃষক রফিক উল্যাহকে রাতেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তার ছেলে দিদার হোসেনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আজ সোমবার ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ উপযুক্ত বিচারের দাবিতে সোমবার দুপুরে কমলনগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরকাদিরা মৌজার ৮০ শতক জমি ক্রয়সূত্রে মালিক হয়ে তারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন।

ওই জমির পার্শ্ববর্তী দাগের জমি খোরশেদ আলম নামের এক ব্যক্তির কাছ থেকে একই ইউনিয়নের চরপাগলা এলাকার ‘ভূমিদস্যু’ মো. ইসমাইল ক্রয় করেন। সম্প্রতি ইসমাইল ওই জমির সঙ্গে তাদের ৮০ শতক জমিও দখলের চেষ্টা করে আসছেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, রবিবার রাত ১টার দিকে ইসমাইল ও তার ছেলে বাবুল হোসেন আকতার ভারাটে লোকজন নিয়ে ওই জমিতে ঘর উত্তোলন করতে যান। এ খবর পেয়ে রফিক উল্যাহ ছেলে দিদার হোসেনসহ এগিয়ে গেলে প্রতিপক্ষরা হামলা চালান।

এ সময় হামলাকারীরা রফিককে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পাশাপাশি তার ছেলেকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাতে ইসমাইল লোকজন নিয়ে ভেকু মেশিন দিয়ে জমিতে মাটি কাটতে গেলে বাধা দেওয়ায় রফিক উল্যাহ ও তার স্ত্রী রহিমা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।

সংবাদ সম্মেলনে রফিক উল্যাহর পরিবারের সদস্যরা জানায়, ইসমাইল এলাকায় ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত।

জমি ক্রয়-বিক্রয়ে দালালিসহ মানুষকে বেকায়দায় ফেলে নামমাত্র মূল্যে নথির জমি কিনে দখল করা তার নেশা। আর্থিকভাবে অসচ্ছল হয়েও তার এমন লোভ থেকে তারাও রেহাই পাচ্ছেন না।

তারা জানায়, রবিবারের ঘটনার পর আজ সোমবার থানায় মামলা দায়েরের পর আসামিরা বিভিন্নভাবে তাদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ অবস্থায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারসহ ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানান তারা।

মো. ইসমাইলের ছেলে বাবুল হোসেন আকতার জানান, তারা রফিক উল্যার জমি দখলের চেষ্টা করেননি। প্রকৃত পক্ষে তাদের ক্রয়কৃত জমির পাশে সরকারি খাস খতিয়ানভুক্ত কিছু জমি রয়েছে। ওই জমিতে তারা ঘর উত্তোলন করতে গেলে রফিক উল্যাহ বাধা দেওয়ায় এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, রাতের আধাঁরে জমি দখলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় ৩ জনের নাম উল্লেখসহ ১৩ জনের নামে মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

গৌরনদীতে আ. লীগ নেতা গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিথি
গৌরনদী (বরিশাল) প্রতিনিথি
শেয়ার
গৌরনদীতে আ. লীগ নেতা গ্রেপ্তার

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নেতা ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলা সদর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন। গেপ্তার পিকলু গৌরনদী থানার অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের একাধিক মামলার প্রধান আসামি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ মিয়া জানান, গ্রেপ্তার পিকলুকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে পাওনা টাকা পরিশোধ করতে গেলে ফাঁকা বাড়িতে হাত বেঁধে ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাহিদুল ইসলাম ভূঁইয়া হৃদয় নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার হৃদয় উত্তর হামছাদি গ্রামের জাফর আহমেদ পরান ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগী ও পুলিশ জানায়, ভুক্তভোগীর স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। ওই টাকা পরিশোধ করতে গৃহবধূ বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু সন্তানকে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে স্ত্রী ঘরে আছে বলে হৃদয় কৌশলে তাকে ঘরে ডেকে নেয়।

ঘরে ঢুকতেই পেছন থেকে থেকে মুখ চেপে ধরে খাটের ওপর ফেলে হাত বাঁধে নারীর। 

একপর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির সময় ভুক্তভোগী গৃহবধূর পরনের জামাকাপড় ছিঁড়ে যায়। এরমধ্যে তার শিশুটি কান্না করে উঠলে পাশের কক্ষে নিয়ে আটকে রাখে হৃদয়।

সেই সুযোগে হাতের বাঁধন খুলে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন গৃহবধূ। কিন্তু হৃদয় তাকে উঠানে ধরে মুখে আঘাত করে। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন।

মন্তব্য

মহেশপুর সীমান্তে ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
মহেশপুর সীমান্তে ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি -বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে একজন তরুণী ও এক যুবক। 

বাংলাদেশি নাগরিক দুজন হলেন—মাদারীপুর জেলার বাজিতপুর থানার কমলাপুর গ্রামের নিরোদ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য (২৭) ও বরিশাল জেলার আগৈলঝাড়া থানার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার রুমি (২১)

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ থেকে রাত ৮ পর্যন্ত সীমান্তের বেনিপুর বিওপির পাশে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বেনিপুর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহ ও বিএসএফের পক্ষে পুটিখালি কোম্পানি কমান্ডার এসি হিমাংগু সরমা।

 

মহেশপুর (৫৮) বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এ সময় তারা বিএসএফের হাতে আটক হন। বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়। পরে রাতে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয়।

 

মহেশপুর  থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, রাতে দুইজনকে থানায় নিয়ে এসেছেন বিজিবি সদস্যরা। তরুণীকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠানো হবে, অন্যজনের মামলা হয়েছে, তাকে আদালতে পাঠানো হবে। 

মন্তব্য

বিলের মাছ ধরা নিয়ে সরিষাবাড়ীতে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
বিলের মাছ ধরা নিয়ে সরিষাবাড়ীতে বিএনপির দুই পক্ষের উত্তেজনা
সংগৃহীত ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি একটি বিলের মাছ ধরা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিনভর দফায় দফায় ব্যবসা প্রতিষ্ঠান, বসত বাড়িসহ মাছ ধরার নৌকা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুই পক্ষই অস্ত্রের মহড়া দেখিয়েছেন।

দুপুর থেকে রাত দশটা পর্যন্ত উপজেলার মহাদান ইউনিয়নের তালতলা এলাকায় পাল্টাপাল্টি অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের আশঙ্কাও করছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে তালতলা এলাকায় সরকারি একটি বিলের মাছ ধরা নিয়ে জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ও মহাদান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল ও মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের (লিটন) মধ্যে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার দুপুরে আব্দুল আউয়ালের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই বিলে মাছ ধরতে যান।

এ সময় ইসমাইল হোসেনের লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া দেন।

এরপর থেকে থেমে থেমে দুই পক্ষের মধ্যে মহড়া চলে। এরপর উভয় পক্ষের লোকজন প্রতিপক্ষের কয়েকটি দোকানপাট, বসতবাড়ি ও মাছ ধরার নৌকা ভাঙচুর করেন।

বিএনপি নেতা আনোয়ার উস সাদাত লাঞ্জু, ইসহাক মেম্বার, ইসমাইল হোসেন লিটনসহ অনেকেই অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ‘জেলা বিএনপির জলাবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল ও তার ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত।

এর প্রতিবাদ করলে তার সমর্থকরা আমাদের লোকজনের দোকানপাট ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’

অভিযোগের বিষয়ে আব্দুল আওয়াল বলেন, ‘অন্যায়ভাবে আনোয়ার উস সাদাত লাঞ্জু, ইসমাইল হোসেন লিটন, ইসাহাক আলীর একটি পক্ষ সরকারি তালতলার বিল থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। যার ফলে বিএনপি সর্মথিত জেলে হাসমত আলী, মিজানুর রহমান মিজানসহ অনেক জেলে বঞ্চিত হচ্ছে।’ বঞ্চিত জেলেরা মাছ ধরতে গেলে উল্টো তাদের ওপর হামলা চালায় বলে দাবি তার।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ‘দীর্ঘদিন থেকেই ওই ইউনিয়ন দুইটি পক্ষের মধ্যে পারিবারিক রেষারেষি হয়ে আসছিল।

আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই বুঝিয়ে শান্ত করেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। দলীয় পর্যায়ের কোনো ঘটনা এটি নয়।’

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সরিষাবাড়ী ও সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ