ইলিশ উৎপাদন বাড়াতে দুই মাস (মার্চ-এপ্রিল) নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এর আওতায় লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদীতে এই নিষেধাজ্ঞা চলছে। এ জন্য মাছ ধরা থেকে বিরত থাকতে সরকার জেলেদের খাদ্য সহায়তা (চাল) দিচ্ছে। কিন্তু এ সহায়তার বাইরেই থাকছেন লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার ৫১ হাজার ৭৫১ জন জেলে।
লক্ষ্মীপুর-চাঁদপুর
খাদ্য সহায়তা বঞ্চিত ৫২ হাজার জেলে
- ইলিশ উৎপাদন বাড়াতে নদীতে নিষেধাজ্ঞা
কাজল কায়েস, লক্ষ্মীপুর

এদিকে ১৭ মার্চ দুপুরে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের মধ্যে চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন জানায়, কিছু জেলে কার্ড ছাড়া চাল নিতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে কার্ডধারী ও কার্ড ছাড়া জেলেরা লাঠিসোঁটা, দেশি অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুরে নিবন্ধিত জেলে রয়েছেন ৪৬ হাজার ৪৯ জন। সম্প্রতি জেলেদের নিবন্ধিত তালিকা যাচাই-বাছাই করা হয়। সর্বশেষ তালিকা অনুযায়ী জেলের সংখ্যা দাঁড়ায় ৩৮ হাজার ২৮০। এর মধ্যে ২৮ হাজার ২৪৪ জন জেলে চাল পাবেন।
জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, জেলেদের মধ্যে ১৮ বছরের নিচে বয়স এবং যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই তাঁদের নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মর্কতা ইউছুফ মিয়া বলেন, জেলেদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। এই তালিকার বাইরে অনেক জেলে রয়ে গেছেন। এ কারণে সুবিধাবঞ্চিত জেলেরা ইউপি কার্যালয়ে ধরনা দিচ্ছেন।
কমলনগর লুধুয়াঘাটের জেলে শরিফ হোসেন ও রায়পুরের চরবংশীর নাইয়াপাড়ার জেলে মহব্বত আকন জানান, রাজনৈতিক কারণে স্থানীয় মেম্বার নিবন্ধন তালিকা থেকে তাঁদের নাম বাদ দিয়েছেন। তাঁদের ছেলে-ভাতিজারা ৮-১০ বছর ধরে নিয়মিত নদীতে মাছ ধরলেও চালের তালিকায় নাম আসেনি।
লক্ষ্মীপুর জেলে ফেডারেশনের সভাপতি মোস্তফা বেপারী বলেন, জেলেদের চালের তালিকায় স্বজনপ্রীতি ও অনিয়ম হয়েছে। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, সর্বশেষ জেলে নিবন্ধন তালিকা করার সময় যাদের বয়স ১৮ বছরের নিচে ছিল, তাদের তালিকাভুক্ত করা হয়নি। জেলে নিবন্ধনে কোনো অনিয়ম হয়নি।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাছান বলেন, নদীতে যাওয়া থেকে বিরত থাকার জন্য চাঁদপুরে ৪০ হাজার পাঁচজন জেলেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ৪০ কেজি করে তাঁরা চারবার এই চাল পাবেন। এ ছাড়া নিবন্ধিতসহ আরো কিছু জেলে সহায়তা সুবিধা থেকে বাদ পড়ছেন।
সম্পর্কিত খবর

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ
আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর

‘হাতেখড়ি ফাউন্ডেশন’ ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ার জানখালী জেলেপল্লীর স্কুলপড়ুয়া সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় কাটাখাল ও জানখালী এলাকার জেলেপল্লীর ১০০ পরিবারের শিশুদের মধ্যে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, লুডলস, ট্যাং, বাদাম, কিশমিশ, চিড়া ওমুড়ি বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে স্থানীয় উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তাসকিয়া আক্তার বলে, ‘এক বাক্স ঈদের উপহার পেয়ে আমরা অনেক খুশি।

বাঁশখালীতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় গতকাল শুক্রবার সকাল ৮টায় ঘটনাটি ঘটে। দোকানিরা আসন্ন ঈদের আগে বেচাকেনার উদ্দেশে ধারকর্জ করে বিভিন্ন ধরনের মাল মজুদ করেছিল বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন শওকত আলী মিষ্টির দোকান, জাকারিয়ার কুঠির শিল্পের দোকান, মো. কালু, এন্তুু মিয়া ও মো. নেছারের শুঁটকির দোকান।

গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ম্যানেজার
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

গ্রাহকদের কোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার লালমাই উপজেলার এনআরবিসি ব্যাংকের এজেন্ট আউটলেটের ম্যানেজার কার্তিক চন্দ্র বণিকের (২৬) বিরুদ্ধে। গত ছয় দিন ধরে দোকান বন্ধ রেখে তিনি পলাতক রয়েছেন। ক্ষতিগ্রস্তরা টাকা ফেরতের দাবি জানিয়েছে। জানা যায়, চার-পাঁচ বছর আগে হরিশ্চর বাজারের মোস্তফা কামাল মজুমদার সুজন তাঁর দোকানের পাশের একটি কক্ষে এনআরবিসি ব্যাংকের এজেন্ট আউটলেট চালু করে কার্তিক চন্দ্র বণিককে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন।
এনআরবিসি ব্যাংক, লাকসাম শাখার ব্যবস্থাপক নাজমুল হাসান বলেন, ‘হরিশ্চর বাজার এজেন্ট আউটলেটে আমরা কোনো ব্যবস্থাপক নিয়োগ দিইনি। আমাদের একমাত্র প্রতিনিধি মজুমদার ট্রেডার্সের মালিক মোস্তফা কামাল মজুমদার সুজন।’

দিনাজপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
দিনাজপুর প্রতিনিধি

ছয় দফা দাবিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। এ সময় তাঁরা রাস্তার ওপরেই জুমার নামাজ আদায় করেন। এতে পঞ্চগড় হয়ে দিনাজপুর দিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশন পর্যন্ত রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আন্দোলনরতরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিটের পরিপ্রেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করে গত বুধবার (১৯ মার্চ) ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন।