গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগের আমলে আদালত চলত শেখ হাসিনার নির্দেশে। মামলার রায় আসত গণভবন থেকে। আদালতগুলোতে আওয়ামী লীগপন্থীরা দখলদারি চালাত। জুলাই গণ-অভ্যুত্থানের পর এমন চলতে পারে না।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগের আমলে আদালত চলত শেখ হাসিনার নির্দেশে। মামলার রায় আসত গণভবন থেকে। আদালতগুলোতে আওয়ামী লীগপন্থীরা দখলদারি চালাত। জুলাই গণ-অভ্যুত্থানের পর এমন চলতে পারে না।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা আইনজীবী সমিতি ভবনের অডিটরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নুরুল হক নুর বলেন, ‘ঢাকা বারে অ্যাডহক কমিটি রয়েছে। সব দলের অংশগ্রহণে দ্রুত সময়ের ভেতরে ঢাকা বারের নির্বাচনের দাবি জানাই।’
বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ কিছুদিন হলো যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন বারে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কমিটি দেওয়া হচ্ছে।
বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সদস্যসচিব ও গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী বলেন, ‘ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন দ্রুত দিতে হবে। অ্যাডহক কমিটির মেয়াদ বৃদ্ধি করে ঢাকা বারের নির্বাচন প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। আইনজীবী অধিকার পরিষদ সারাদেশের সাধারণ আইনজীবীদের অধিকার নিয়ে কাজ করবে।’
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ, ঢাকা বারের আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, ঢাকা বারের সদস্যসচিব অ্যাডভোকেট হাবিবুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, আইন সম্পাদক অ্যাডভোকেট শওকত হোসেন, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট সাজেদুল ইসলাম রুবেল ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।
সম্পর্কিত খবর
কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর মাদারীপুর টিসিবির সেই টিসিবি উপ-পরিচালক (ডিডি) মো. কামাল হোসেনকে স্ট্যান্ড রিলিজ করেছেন কর্তৃপক্ষ। গত ১৪ মার্চ (শুক্রবার) কালের কণ্ঠ ডিজিটালে কামাল হোসেনের অপকর্ম ও প্রতিবেদককে তার বাসায় গিয়ে ম্যানেজ করার আকুতির ভিডিও প্রকাশ পায়।
পরের দিন ১৫ মার্চ (শনিবার) বিস্তারিত উল্লেখ করে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হয়। এ নিয়ে জেলাব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
একই স্মারকে ‘মাদারীপুর ক্যাম্প অফিসে পরবর্তী অফিস প্রধান পদায়ন না হওয়া পর্যন্ত মো. আনিছুর রহমান, যুগ্ম পরিচালক (অফিস প্রধান), টিসিবি আঞ্চলিক কার্যালয়, খুলনা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উক্ত অফিসের অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলে উল্লেখ করা হয়।
ডিলাররা জানান, পরবর্তীতে তারা দুর্নীতিবাজ ও ঘুষখোর কামাল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করবেন। এতদিন ডিলাররা তার কাছে জিম্মি থাকায় এখন তারা মুখ খুলতে শুরু করেছেন।
এদিকে, গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) কামাল হোসেনের স্ট্যান্ড রিলিজের বিষয়টি জানাজানি হলে মাদারীপুরের ডিলাররা সন্ধ্যায় কালের কণ্ঠের সাংবাদিককে অভিনন্দন জানান। তারা বিভিন্ন মিডিয়ার সংবাদিকদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করেন।
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
নিহতরা হলেন— মোহিনীপুর এলাকার খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া ও আব্দুল বারিকের ছেলে বাশার মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল।
হামলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী আমিন মিয়া ও বাশার মিয়া টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, 'গত ছয় মাস ধরে প্রতিপক্ষের হামলার ভয়ে আমার অনুসারীরা এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছিলেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতিতে বাঁধা দেওয়ায় ওই ব্যবসায়ীসহ তাঁর পরিবারের চার সদস্যকে কুপিয়ে আহত করা হয়। আজ শুক্রবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত কবির হোসেন জানান, শুক্রবার ভোরে ১৫/২০ জনের একদল ডাকাত পিস্তল, দেশীয় অস্ত্র, দা, রামদা, সাবল, লোহার রড নিয়ে এসে ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।
পরে ডাকাতরা ঘরের আলমারির তালা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুট করে। এ সময় কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়ার ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের গ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, '৯৯৯-এ ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাওকে আটক করা যায়নি।'
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদে মশার কয়েল থেকে বসতঘরে আগুন লেগে দুটি গরু, চারটি ছাগলসহ হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। ওষুধ আনতে ফার্মেসিতে গেলে ফাঁকা ঘরে আগুন লেগে সব পুড়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা রাসেল আলম কালের কণ্ঠকে জানান, ২০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহাদুরাবাদ পুরাতন বাজারের সরকারি জায়গায় অস্থায়ীভাবে বসবাসরত কাঠমিস্ত্রি ফজল মিয়ার ঘরে আগুন লেগে যায়। আগুনে তার গৃহপালিত গরু, ছাগলসহ সব হাঁস-মুরগি পুড়ে মারা গেছে।
স্থানীয়রা জানান, ঘরে ফজল এবং তার স্ত্রী কেউই ছিলেন না। ফজলের স্ত্রী ওষুধ কেনার জন্য ফার্মেসিতে গিয়েছিলেন। বাড়িতে ফিরে দেখেন সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ার সার্ভিস দেওয়ানগঞ্জ স্টেশন অফিসার কামরুজ্জামান জানান, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হই। ক্ষতিগ্রস্ত পরিবারটির দুই ঘরসহ দুই গরু, চার ছাগল আগুনে পুড়ে মারা গেছে।
দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বিস্তারিত সংবাদ নিয়ে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।